Past Continuous Tense এর ব্যবহার || Tense

Past Continuous Tense- এর ব্যবহার : (i) অতীতকালে কোন কাজ কিছু সময় ধরে চলতেছিল বুঝাতে: The boy was playing. (ii) অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল তবে যে কাজটি চলতেছিল সেটি বুঝাতে Past Continuous টেন্সে এবং অন্যটি Past Indefinite Tense হয়। When he came to me, I was reading a novel. (iii) অতীতকালের দুটি কাজ একই সাথে চলতেছিল বুঝালে দুটিই Past Continuous Tense হয়। I was reading a book while my sister was writing a letter. (iv) পুনঃপুনঃ সংঘটিত হচ্ছিল এরূপ অর্থে always, continually, for এভের ইত্যাদি Adverb এর সাথে: He was always ringing me up. (v) সদৃশ, অব্যাহত ও অবিরত কাজ বুঝালে Today, last night, in the morning, in the afternoon ইত্যাদি সময়বাচক Expression এর সাথে: Last night I was walking and singing myself. (vi) Time expression বিহীন Sentence এ কোন কাজের gradual development বুঝাতে: The day was getting colder and colder. (vii) কোন কিছুর বর্ণনা করতে: Yesterday I was walking through the village. Some boys were playing football and some men were gossiping. Suddenly a boy fell into a coma. (viii) Direct Speech-এর Reporting Verb-টি Past Tense এবং Reported Speech এর Verb টি Present Continuous Tense-এ থাকলে Indirect করার সময় Present Continuous Tense-টি Past Continuous Tense-এ রূপান্তরিত হয়। Direct: He said, "I am reading." Indirect: He said that he was reading. (ix) Present Continuous Tense -এর ন্যায় Past Continuous Tense -ও definite future arrangement বুঝাতে ব্যবহৃত হয়: He was busy packing because he was leaving that night.

No comments

Powered by Blogger.