Past Continuous Tense ||পাস্ট কন্টিনিউয়াস টেনস ||Tense ||

Past Continuous Tense Verb-এর কোন কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল বুঝাতে Verb-এর Past Continuous Tense হয়। বাংলায় চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এদের যেকোন একটি যোগ থাকে। Structure: Subject+was বা were+মূল Verb এর Present form-এর সাথে ing+Extension. আমি একটি বই পড়তেছিলাম--I was reading a book. Note: We, You, They ও plural subject-এর পরে were বসে। আর সব ক্ষেত্রে was বসে। যেমন: Affirmative : I was reading. They were playing. Negative : I was not reading. They were not playing. Interrogative: Was I reading?. Were they playing?. Neg-Int: Wasn’t I/Was I not reading?

No comments

Powered by Blogger.