Gender(লিঙ্গ)

                                                       

যে সব শ্বব্দ দ্বারা Noun বা Pronoun এর কোন নারী বা পুরুষ কে বুঝায় অথবা এদের উভয়কেই বুঝায় অথবা এদের কোনটি না বুঝিয়ে অন্য কোন জড় পদার্থকে বুঝায় তাকে Gender বা লিঙ্গ বলে ।


যেমনঃ Mahmud is a good boy.
             Farida is a nice girl.
             The baby was crying.
             The pen is new.


 এখানে Mahmud এবং boy. দ্বারা শুধু পুরুষ কে বুঝায়।আবার Farida ও girl দ্বারা শুধু নারী কে বুঝায়।
তেমনি baby বলতে  শুধু পুরুষ বা শুধু নারীকে বুঝায় না বরং উভয়কে বুঝায় ।এছাড়া  pen বলতে জড় পদার্থ কে বুঝায়।


4 kind of gender(লিঙ্গ ৪ প্রকার):
                             1.Masculine Gender(পুং লিঙ্গ)
                             2.Feminine Gender(স্ত্রী লিঙ্গ)
                             3.Common Gender(উভয়লিঙ্গ)
                             4.Neuter Gender(ক্লীব লিঙ্গ)

1.Masculine Gender(পুং লিঙ্গ):Masculine gender বলতে যে Noun বা Pronoun দ্বারা শুধু পুরুষবাচক বা Only male শব্দ গুলোকে বুঝায়। in Bangali language like :

Father(বাবা)
Uncle(চাচা)
Son(পুত্র)
Brother(ভাই)
Dog (কুকুর)
Lion(সিংহ)
He (সে)
Brother-in-law(দেবর,শালা,দুলাভাই)ইত্যাদি।


2.Feminine Gender(স্ত্রী লিঙ্গ):Feminine Gender বলতে যে Noun বা Pronoun দ্বারা শুধুমাত্র নারীবাচক বা Only female word গুলোকে বুঝায়।যেমনঃ

Mother(মা)
Aunty(চাচী),
Daughter(কন্যা)
Sister(বোন)
Bitch (কুকুরী)
Lioness (সিংহী)
She (সে)
Sister-in-low(ননদ) ইত্যাদি।


3.Common Gender(উভয় লিঙ্গ):যে Noun বা Pronoun দ্বারা নারী পুরুষ উভয়কেই বুঝায় তাকে Common Gender বলে।যেমনঃ

Friend(বন্ধু)
person (ব্যক্তি)
student (ছাত্র বা ছাত্রী)
Children(সন্তান)
Teacher(শিক্ষক)
They (তাহারা)etc.


4.Neuter Gender(ক্লীব লিঙ্গ):যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী পুরুষ কোনটিকে না বুঝিয়ে কোন অবচেতন পদার্থকে বুঝায় তাকে 
Neuter Gender(ক্লীব লিঙ্গ)।যেমনঃ

Chair(চেয়ার)
Tableটেবিল)
Door (দরজা)
Bench (বেঞ্চ)
Window (জানালা)
furniture (আসবাব পত্র)etc.


More masculine and feminine sound in Bangla(বাংলায় আরো কিছু পুরুষ ও স্ত্রীবাচক শব্দ):
খোকা-খুকী,বামন-বামনী,ভেড়া-ভেড়ী,দেওর-ননদ,পাগল-পাগলী,ভাগনে-ভাগনী,কামার-কামারনী,ধোপা-ধোপানী,ভিখারি-ভিখারিনী,চাকর-চাকরানী,মালী-মালিনী।





3 comments:

  1. আমি গ্রামারে খুব দূর্বল কি করলে ভালো হতে পার।?
    I am weak to grammer. Do you help me to understan?

    ReplyDelete

Powered by Blogger.