The present perfect continuous tense |প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেনস |
যে দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বুঝায় তাকে বলে।
উদাহরণ :তারা দুই ঘন্টা যাবত ফুটবল খেলছে। The =have been playing football for two hours.
Structure: Subject+have been/has been+মূল Verb এর সাথে ing+Extension.
চিনিবার উপায় :বাংলা ক্রিয়ার শেষে তেছ,তেছি,তেছে,তেছেন,চ্ছ,চ্ছি,চ্ছে,চ্ছেন,ছ,ছি,ছে,ছেন এদের যেকোনো একটি উল্লেখ থাকে এবং তার সাথে একটি সময়ের উল্লেখ থাকে।
Note:I, we, you, they, এবং plural subject এরপর have been বসে। আর সব ক্ষেত্রে has been বসে।
The present perfect continuous tense কে Affirmative থেকে Negative এ পরিবর্তন -
Affirmative :I have been reading for two hours.
Negative :I haven’t been reading for two hours.
Affirmative :He have been reading for two hours
Negative :He has not /hasn’t been reading for two hours.
Have I been reading for two hours?
Negative :Haven’t I/Have I not been reading for two hours?
Affirmative :Has he been reading for two hours?
Negative :Hasn’t he /has he not been reading for two hours?
Note:Present perfect continuous tense এর ক্ষেত্রে ব্যাপক সময় ( Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (point of time) এর পূর্বে since বসে।
I have been reading for two hours.
I have been reading since morning.
Note: এ Tense -এ স্থিতিশীলতার অর্থজ্ঞাপক (static nature) এর verb যেমন stay,sit,stand,wait, study, lie,learn,rest,live,sleep, rain,work,teach ইত্যাদির ব্যবহারই বেশি। এ verb গুলির কার্য তাদের প্রকৃতিগত কারণে আরম্ভ হয়ে বর্তমানে গড়ায়।
He has been sleeping for three hours.
Note: present perfect tense এ পুনঃপুনঃ সংঘটিত কার্যকে Present perfect continuous tense এ প্রকাশ করা হয়।
Present perfect : I have written six letters since breakfast.
Present perfect continuous :I have been writing letters since breakfast.
***এ ক্ষেত্রে Present perfect ও Present perfect continuous এর পার্থক্য হলো Present perfect tense এ সম্পন্নকৃত Number of times ও Number of things এর উল্লেখ থাকে, কিন্তু Present perfect continuous tense এ থাকে না এবং কাজটি নিরবচ্ছিন্ন ভাবে বলা বুঝায়।
No comments