শবে মেরাজ ।। রাসূল (সা) এর সামনে দুটি পেয়ালা ,তিনি যা করলেন ।Shob e Meraj

শবে মেরাজে রাসূল (সা) এর সামনে দুটি পেয়ালা রেখে জিব্রাঈল (আ) যে পরীক্ষা করলেন ।




রাসূলুল্লাহ (সা) এক রাতে শুয়ে ছিলেন । তন্দাচ্ছন্ন ।চোখ দুটো বুজে এসেছে প্রায় ,তবে পুরোপুরি ঘুমিয়ে যান নি ।এমন সময় আগমন করলেন জিব্রাঈল (আ) ।তিনি নবীজীকে উঠিয়ে নিয়ে গেলেন জমজম কূপের কাছে ।একটি স্বর্ণের পেয়ালা আনা হলো ।তা ছিল ঈমান ও হিকমাতে পূর্ণ ।তাতে ছিল জমজমের পানি ।

জিব্রাঈল (আ) নবীজীর বুক চিরে ফেললেন ।বের করে আনলেন নবীজীর হৃদয় ।যমযমের পানি দিয়ে তা ধুয়ে আবার যথাস্থানে প্রতিস্থাপন করলেন ।ঈমান ও হিকমাতে পূর্ণ করে দেওয়া হলো নবীজীর হৃদয় ।
এরপর আনা হলো নবীজীকে বহন করার জন্য বাহন ।এটি ছিল একটি প্রাণী ।প্রাণীটি গাধার চেয়ে বড় ,ঘোড়ার চেয়ে ছোট ।নাম বুরাক ।রঙ সাদা ।এটা এতটাই ক্ষিপ্রগতির যার একেকটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায় গিয়ে ।

এভাবেই নবীজী মূহুরতেই পৌঁছে গেলেন বায়তুল মুকাদ্দাসে ।বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে।যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন ।নবীজী সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন ।

নামাজ পড়ে বের হওয়ার সময় জীব্রাঈল (আ) নবীজীর সামনে দুটি পেয়ালা পেশ করলেন ।একটি দুধের অপরটি শরাবের ।নবীজী দুধের পেয়ালা গ্রহণ করলেন ।জিব্রাঈল আঃ বললেন , আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন ।

নবীজী মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরীল (আ) বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত ।

(সহিহ বুখারী ,হাদিস নঃ ৩৩৯৪)

No comments

Powered by Blogger.