বাক্য শুদ্ধিকরণ

                                                                                   
                                                               

অশুদ্ধ ঃআমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখিলাম।
 শুদ্ধঃ      আমি আপনার অবগতির জন্য এই সংবাদ লিখিলাম

অশুদ্ধঃ   সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
শুদ্ধ        ঃসর্ববিষয়ে বাহুল্য বা বহুলতা বর্জন করিবে।

অশুদ্ধ    ঃআমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
শুদ্ধ        ঃআমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি (বা প্রত্যক্ষ করিয়াছি)

অশুদ্ধঃসকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
 শুদ্ধঃসকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।

অশুদ্ধঃঅন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
 শুদ্ধঃঅন্যায়ের প্রতিফল দুর্নিবার।

অশুদ্ধঃতাহাদের মধ্যে বেশ সখ্যতা দেখিতে পাই।
 শুদ্ধঃতাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই।

অশুদ্ধঃতিনি স্বস্ত্রীক নিউমার্কেট গিয়াছেন।
 শুদ্ধঃতিনি সস্ত্রীক নিউমার্কেট গিয়াছেন।

অশুদ্ধঃআমার এ কাজে মনোযোগীতা নাই।
 শুদ্ধঃআমার এ কাজে মনোযোগ নাই।

অশুদ্ধঃউৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
 শুদ্ধঃউৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অশুদ্ধঃআবশ্যকীয় বিছানাপত্র লইয়া আসিবেন।
 শুদ্ধঃআবশ্যক বিছানাপত্র লইয়া আসিবেন।

অশুদ্ধঃবাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র।
 শুদ্ধঃবাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র।

অশুদ্ধঃআমার আর বাঁচিবার স্বাদ নাই।
 শুদ্ধঃআমার আর বাঁচিবার সাধ নাই।

অশুদ্ধঃতিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
 শুদ্ধঃতিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

অশুদ্ধঃআমি তোমার কাছে কৃতজ্ঞতা রহিলাম।
 শুদ্ধঃআমি তোমার নিকট কৃতজ্ঞ রহিলাম।

অশুদ্ধঃতুমি বড় শান্তি আছ।
 শুদ্ধঃতুমি বড় শান্তিতে আছ।

অশুদ্ধঃতোমাকে আমার অদেয়তা কিছুই নাই।
 শুদ্ধঃতোমাকে আমার অদেয় কিছুই নাই।

অশুদ্ধঃএকের লাঠি দশের বোঝা।
 শুদ্ধঃদশের লাঠি একের বোঝা।

অশুদ্ধঃতেল-ভাজা জিলিপি খাওয়া ভাল?
 শুদ্ধঃতেলেভাজা জিলিপি খাওয়া ভাল?

অশুদ্ধঃদরীদ্রকে দয়া কর।
 শুদ্ধঃদরিদ্রকে দয়া কর।

অশুদ্ধঃকালীদাস বিখ্যাত কবি।
 শুদ্ধঃকালিদাস বিখ্যাত কবি।

অশুদ্ধঃআমি তাহার আগমন সংবাদে সন্তোষ হইয়াছি।
 শুদ্ধঃআমি তাহার আগমন-সংবাদে সন্তুষ্ট হইয়াছি।

অশুদ্ধঃসে অপমান হইয়াছে।
 শুদ্ধঃসে অপমানিত হইয়াছি।

অশুদ্ধঃতিনি আরোগ্য হইয়াছেন।
 শুদ্ধঃতিনি আরোগ্য লাভ করিয়াছেন 
অথবা তিনি নিরোগ হইয়াছেন

অশুদ্ধঃদেবী অন্তর্ধান হইলেন।
 শুদ্ধঃদেবী অন্তর্হিত হইলেন।

অশুদ্ধঃইহা প্রমাণ হইয়াছে।
 শুদ্ধঃইহা প্রমাণিত হইয়াছে।

অশুদ্ধঃসে সঙ্কট অবস্থায় পড়িয়াছে।
 শুদ্ধঃসে সঙ্কটজনক অবস্থায় পড়িয়াছে।

অশুদ্ধঃইহার আবশ্যক নাই।
 শুদ্ধঃইহার আবশ্যকতা নাই।

অশুদ্ধঃইদানিং  অবকাশ নাই।
 শুদ্ধঃইদানীং অবকাশ নাই।

অশুদ্ধঃযাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।
 শুদ্ধঃযাবতীয় লোক সভায় উপস্থিত ছিল।

অশুদ্ধঃসব মাছগুলোর দাম কত?
 শুদ্ধঃসব মাছের দাম কত?

অশুদ্ধঃব্রাহ্মণগণেরা সত্য কথা বলে।
 শুদ্ধঃব্রাহ্মণেরা সত্য কথা বলে।

অশুদ্ধঃতাহার সাংঘাতিক আনন্দ হইল।
 শুদ্ধঃতাহার অপরিসীম আনন্দ হইল।

অশুদ্ধঃমেয়েটি স্বয়ম্বর। 
 শুদ্ধঃমেয়েটি স্বয়ংবরা।




No comments

Powered by Blogger.