ণত্ব ও ষত্ব বিধান

                                                     ণত্ব বিধান

                                                                       

বাংলা ভাষার শব্দে দন্ত্য -ন-এর মূর্ধন্য(ণ) তে পরিবর্তন লাভের নিয়মসমূহকে ণত্ব বিধান বলে ।

এর নিয়মসমূহ বর্ণনা করা হলো....


ক) ঋ,র,ষ-এই কয়টি বর্ণের পরে দন্ত-ন- মূর্ধন্য হয় ;যেমন -ঋণ,ঘৃণা,বর্ণ,বিষ্ণু।


খ)যদি ঋ,র,ষ এর পরে স্বরবর্ণ,ক-বর্গ,প-বর্গ,য,ব,হ অথবা অনুস্বার থাকে ,তৎপরবর্তী দন্ত্য-ন-মূর্ধন্য(ণ)হয়ে যায় ।যেমন;কৃপণ,নির্বাণ,হরিণ,গ্রহণ।

গ)ট-বর্গের পূর্বে দন্ত্য-ন মূর্ধন্য হয়;যেমন;বণ্টন,লুণ্ঠন,খণ্ড।


ঘ)প্র,পরা,পরি,নির-এই চারটি উপসর্গের এবং 'অন্তর' শব্দের পরে নদ,নম,নশ,নহ,নী,নুদ,অন,হন-এই কয়টি ধাতুর দন্ত্য-ন মূর্ধণ্য-ণ হয়;যথা-প্রণাম,পরিণাম,প্রণাশ,পরিণতি,নির্দয় ইত্যাদি।

ঙ)প্র,পরি ইত্যাদির পর 'নি' উপসর্গের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়;যেমন-প্রণিপাত,প্রণিধান ইত্যাদি।


চ)কতকগুলি শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়;যথা-কণা,গৌণ,নিপুণ,বাণিজ্য ইত্যাদি।


                                         ষত্ব বিধান


বাংলা ভাষার শব্দে দন্ত্য -স-এর মূর্ধন্য(ণ) তে পরিবর্তন লাভের নিয়মসমূহকে ষত্ব বিধান বলে ।

এর নিয়মসমূহ বর্ণনা করা হলো....

ক) ঋ-কারের পর মূর্ধন্য -ষ হয়;যথা-ঋষি,বৃষ,বৃষ্টি।


খ) অ,আ ভিন্ন স্বরবর্ণ,ক এবং র এই সকল বর্ণের পরস্থিত প্রত্যায়াদির দন্ত্য-স মূর্ধন্য-ষ হয় ;যথা-             ভবিষ্যত,পরিষ্কার,মুমূর্ষু।


গ) 'অতি' 'অভি' প্রভৃতি ই-কারান্ত উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতকগুলি ধাতুর 'স' টি   'ষ' হয়;যথা-অতিষ্ঠ,অনুষ্ঠান ,নিষেধ,অভিষেক,বিষণ্ন,সুষম।


ঘ) নিঃ,দুঃ,বহিঃ,আবিঃ,চতুঃ,প্রাদুঃ এই শব্দগুলির পর ক,খ,প,ফ এবং এর নিচে হস চিহ্ন থাকলে     বিসর্গস্থানে মূর্ধন্য-ষ হয়; যথা নিঃ+কাম>নিষ্কাম,দুঃ+কর>দুষ্কর,বহিঃ+কার>বহিষ্কার   ,নিঃ+পাপ>নিষ্পাপ।


ঙ) নিচের শব্দগুলিতে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়;যথা-আষাঢ়,নিষ্কর,পাষাণ,ষোড়শ ইত্যাদি।


চ) নিচের শব্দগুলিতে বিশেষ নিয়মে মূর্ধন্য-ষ হয়;যথা-সুষুপ্তি,বিষম,বিষয়,দুর্বিষহ,যুধিষ্ঠির ইত্যাদি।






No comments

Powered by Blogger.