অব্যয় পদ কি?এর প্রকারভেদ।

                                                                       

ন ব্যয় = অব্যয় । যার ব্যয় বা পরিবর্তন হয় না ,অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তিচিহ্ন যুক্ত হয় না,সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না ।
যে পদ সর্বদা সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনও বাক্যের শোভা বর্ধন করে,কখনও একাধিক পদের,বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় ,তাকে অব্যয় পদ বলে।


বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে 


১.খাঁটি বাংলা অব্যয় শব্দঃআর,আবার,ও,হ্যাঁ,না ইত্যাদি।
২.ততসম অব্যয় শব্দঃ যদি,যথা,সদা,সহসা,হঠাত,অর্থাত ,দৈবাৎ , বরং,পুনশ্চ,আপাতত,বস্তত ইত্যাদি;
'এবং'ও 'সুতরাং'ততসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে।এবং=ও (বাংলা),সুতরাং=অতএব(বাংলা)
৩.বিদেশী অব্যয় শব্দঃআলবত,বহুত,খুব,শাবাশ,খাসা,মাইরি,মারহাবা ইত্যাদি।

বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দ
১.একাধিক অব্যয় শব্দযোগেঃকদাপি,নতুবা,অতএব,অথবা ইত্যাদি।
২.আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুবার প্রয়োগেঃছি ছি,ধিক ধিক,বেশ বেশ ।
৩.দুটো ভিন্ন শব্দযোগেঃমোটকথা,হয়ত,যেহেতু,নইলে।
৪.অনুকার শব্দযোগেঃকুহু কুহু,গুণ গুণ,ঘেউ ঘেউ,শন শন,ছল ছল,কন কন।

অব্যয়ের প্রকারভেদ

অব্যয় প্রধানত চার প্রকার ঃ
সমুচ্চয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনুকার অব্যয়

সমুচ্চয়ী অব্যয়ঃযে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায় ,তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।

সমুচ্চয়ী অব্যয় কে আবার কয়েকভাগে ভাগ করা যায়।যেমন
সংযোজক
বিয়োজক
সংকোচক

২.অনন্বয়ী অব্যয়ঃযে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেকে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়,তাদের অনন্বয়ী অব্যয় বলে।

৩.অনুসর্গ অব্যয় ঃযে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে,তাদের অনুসর্গ অব্যয় বলে।

৪.অনুকার অব্যয়ঃযে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়,সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে ।




2 comments:

  1. খুবই উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete
    Replies
    1. আপনাকেও ধন্যবাদ । পরবর্তী পোস্ট পেতে আপনার জিমেইল দিয়ে সাবমিট করে রাখুন।
      যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানান। ধন্যবাদ।

      Delete

Powered by Blogger.