সর্বনাম পদ কি?

                                                           সর্বনাম পদ

                                                         
                                                                   

সর্বনাম সাধারণত বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় ।অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে।যেমন-মোহন নবম শ্রেণীতে পড়ে।সে ক্লাসের সবথেকে মেধাবী ছাত্র।

এখানে দ্বিতীয় বাক্যের সে' ,প্রথম বাক্যের 'মোহন 'বিশেষ্য পদটির পরিবর্তে বসে বাক্য গঠন করেছে তাই 'সে ' শব্দটি সর্বনাম পদ ।

সর্বনামের প্রকারভেদঃ

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে কয়কটি ভাগে ভাগ করা হয়ে থাকে ।
১)ব্যক্তিবাচক বা পুরুষবাচকঃআমি,আমরা,তুমি,তোমরা,সে,তারা,তাহারা,তিনি,তাঁরা ইত্যাদি।
২)আত্মবাচকঃস্বয়ং,নিজে,খোদ,আপনি।
৩)সামীপ্যবাচকঃএ,এই,এরা,ইহারা,ইত্যাদি।
৪)দূরত্ববাচকঃঐ,ঐসব,সব।
৫)সাকল্যবাচকঃসব,সকল,সমুদয়,তাবত।
৬)প্রশ্নবাচকঃকে,কি,কোন,কাহার,কার,কিসে?
৭)অনির্দিষ্টতাজ্ঞাপকঃকোন,কেহ,কেউ,কিছু।
৮)ব্যতিহারিকঃআপনা,আপনি,নিজে,আপসে,পরস্পর।
৯)সংযোগজ্ঞাপকঃযে,যিনি,যারা,যাহারা।
১০)অন্যাদিবাচকঃঅন্য,অপর,পর,।

সর্বনামের পুরুষ
পুরুষ'একটি পারিভাষিক শব্দ।ব্যাকরণে পুরুষ ৩ প্রকারঃ
১।উত্তম পুরুষঃবক্তা নিজেই উত্তম পুরুষঃআমি,আমরা,আমাকে,আমাদের,ইত্যাদি সর্বনাম শব্দ উত্তম পুরুষ।
২।মধ্যম পুরুষঃতুমি,তোমরা,তোমাকে,তোমাদের,তোমাদিগকে,আপনি,আপনার,আপনারা,
আপনাদের,প্রভৃতি সর্বনাম শব্দ মধ্যম পুরুষ।অর্থাত প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ।
৩।নাম পুরুষঃঅনুপস্থিত অথবা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি,বস্তু,বা প্রাণিই নাম পুরুষ।সে,তারা,তাহারা,তাদের,তাহাকে,তিনি,তাঁকে,তাঁরা,তাঁদের ইত্যাদি হলো নাম পুরুষ।
(সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ।

বিঃদ্রঃ(বিশেষ্য,সর্বনাম,ও ক্রিয়ারই পুরুষ আছে।বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই)


1 comment:

Powered by Blogger.