BCS-Examination,।।৪১ তম বিসিএস প্রিলিমিনারী মডেল টেস্ট ২০২০।।চাকরি বাকরি।।

                                                                     
                                                             





১.স্ক্যানার ' হলো একটি

ইনপুট ডিভাইস

২.কথা'এর সমর্থক শব্দ কোনটি?
বচন

৩.উত্তম ' এর সমার্থক শব্দ ?
প্রধান

৪.বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ?
ব্যাস
৫.Milk and water" phrase টির অর্থ?

Lifeless,Dull

৬.গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র=
ম্যানোমিটার

৭.যার আগমনের কন তিথি নেই"এক কথায় কি হবে?
অতিথি

৮.বানান শুদ্ধি ?
রূপায়ণ

৯.কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
রেনিন

১০.Who can do it?এর passive from কি হবে?
By whom can it be done.

১১.খাসিয়া উপজাতি কোন জেলায় বেশি দেখা যায়?
সিলেট

১২.মনীষা"এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
মনস+ঈষা

১৩.বেমানান" কোন সমাস ?
অব্যয়ীভাব সমাস

১৪.প্রাণ ভয় " এর সমাস নির্ণয় কর।
প্রাণ যাওয়ার ভয় (কর্মধারয় সমাস)

১৫.উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়?
মূল ও কাণ্ডের অগ্রভাগে

১৬.উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
২১ জুন

১৭.চাপের একক কী?
প্যাসকেল

১৮.শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র?
ফোনোগ্রাফ

১৯.পলাশীর যুদ্ধ হয় কবে?
১৭৫৭ সালের ২৩ জুন

২০.বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।'
খেয়া পাড়ের তরণী (কাজী নজরুল ইসলাম)

২১.বেদের মেয়ে "একটি?
নাটক(জসীম উদদীন)

২২.কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
৪ ডিগ্রি সেন্টিগ্রেড

২৩.বানান শুদ্ধি?
Dysentery

২৪.বানান শুদ্ধি?
Accessible

২৫.বানান শুদ্ধি?
Occasion

২৬.Tell him to do it এর পেসিভ কি হবে?
Let him be told to do it

২৭.পালের গোদা"বাগধারাটির অর্থ?
সর্দার

২৮.পাপমুক্ত কোন সমাস?
পাপ হতে মুক্ত=ততপুরুষ সমাস

২৯.ষোড়শ 'এর সন্ধি বিচ্ছেদ?
ষট +দশ

৩০.অধোগতি'এর সন্ধি বিচ্ছেদ?
অধঃ+গতি

৩১.বানান শুদ্ধি?
মরীচিকা

৩২.বানান শুদ্ধি?
নিপীড়িত

৩৩.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য?
৫ঃ৩
৩৪.শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
১৪ ডিসেম্বর

৩৫.কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ"
হুমায়ুন

৩৬.বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
৪ বছর

৩৭.I was admitted _Dhaka college.
To

৩৮।রিচার্ড হ্যাডলি" বিখ্যাত?
ক্রিকেট খেলার জন্য

৩৯.বৃহত্তম মহাদেশ?
এশিয়া

৪০বৃহত্তম মহাসাগর?
প্রশান্ত মহাসাগর

৪১.পৃথিবীর নিকট তম গ্রহ?
শুক্র

৪২.একজন সাধারন মানুষের দেখে মোট হাড়ের সংখ্যা?
২০৬ টি

৪৩.বটের বিজের বিস্তার ঘটে?
পাখির সাহায্যে

৪৪.দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
৯০ ডিগ্রি

৪৫.পাতা পীত বর্ণ ধারন করে কিসের অভাবে?
নাইট্রোজেন

৪৬.দুধ মাপার যন্ত্র?
ল্যাকটোমিটার

৪৭.৪ঃ৫=১২ঃx হলে ,x এর মান কত?
১৫

৪৮.ত্রিভুজের দুইটি কোনের সমষ্টি এ সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির -
পূরক কোণ বলে।

৪৯.শেষের কবিতা"একটি?
উপন্যাস

৫০.শিবমন্দির, একটি?
কাব্যগ্রণথ(কায়কোবাদের লেখা)

৫১.কোনটি শুদ্ধ বানান?
ন্যূনাধিক

৫২.হাতের কাজ দেখাও'কোন কারক?
করণে ৬ষ্ঠী

৫৩.হজ্জযাত্রা এর ব্যাস বাক্য কি হবে?
হজের নিমিত্তে যাত্রা(৪র্থী তৎপুরুষ )

৫৪.দেনা পাওনা "কি
একটি উপন্যাস (শরত চন্দ্র)
ছোট গল্প(রবীন্দ্রনাথ ঠাকুর)

৫৫.লবণ এর সন্ধি বিচ্ছেদ?
লো+অন

৫৬.পর্বত এর সমার্থক শব্দ নয়?
শিলা

৫৭.কোন বাক্যটি শুদ্ধ?
I fell hungry.

৫৮.মুক্ত 'এর বিপরীত শব্দ?
বন্ধ,বদ্ধ

৫৯.কোনটি শুদ্ধ বানান?
Bouquet

৬০.কোনটি শুদ্ধ বানান?
foreigner

61.কোনটি শুদ্ধ বানান?
ভবিষ্যতবাণী

৬২.কোনটি শুদ্ধ বানান?
গৃহিণী

৬৩.কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে

৬৪.বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
বখতিয়ার খলজী

৬৫.গ্রান্ড ট্রাঙ্ক রোডের 'নির্মাতা
শেরশাহ

৬৬.প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়?
কাঠমুন্ডু (নেপাল)

৬৭.ড্রাই আইস' হলো.....
কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

৬৮.বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
বখতিয়ার খলজী

৬৯.সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়-
১৯৭৯ সালে

৭০.পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান?
ইকোলজি

৭১.কাচ তৈরির প্রধান কাঁচামালহলো-
বালি

৭২।বায়ু একটি...
মিশ্র পদার্থ

৭২.ঢেউ এর সমার্থক শব্দ নয়-
বারিধি

৭৩.চপল'এর বিপরীতার্থক শব্দ
গম্ভীর

৭৪.উগ্র এর বিপরীত শব্দ=
সৌম্য

৭৫.চক্ষু এর সমর্থক শব্দ নয়-
সলিল

৭৬.কিরণ'এর সমর্থক শব্দ নয়-
রবি

৭৭.কোনটি শুদ্ধ বানান?
অভ্যন্তরীণ

৭৮.কোনটি শুদ্ধ বানান?
সদ্যোজাত

৭৯.Opinion এর Synonym
Belief

৮০.He is absorbed ---thought'বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
In

৮১.Your conduct admits ........no excuse বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Of

৮২.Hand শব্দটির verb হচ্ছে
Hand

৮৩.Coward শব্দটির Adjective হচ্ছে....
Cowardly

৮৪.Unstable এর Synonym
Changeable

85.একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ২৭ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪ঃ৯

৮৬.৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে.৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কত দিনে শেষ করতে পারবে?
৬ দিনে

৮৭.টেলিফোন লাইনের মদ্য দিয়ে প্রবাহিত হয়-
তড়িৎ শক্তি

৮৮.মেঘলা রাতে-
শিশির উৎপন্ন হয় না।

৮৯.ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে--
সিলভার ব্রোমাইডের

৯০.গোধূলির কারণ কি?
বিক্ষেপণ

৯১.বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
হাইগ্রোমিটার

৯২.রাইবোসোমের প্রধান কাজ কি?
প্রোটিন সংশ্লেষণ করা

৯৩.কচুরীপানা পানিতে ভাসে ,করণ এদের....
কাণ্ড ফাপা

৯৪.কোনটি মুল?
শালগম

৯৫.ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
পার্বত্য-ত্রিপুরা

৯৬.কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
পদ্মা

৯৭.যমুনা নদীর পুরাতন নাম কি?
জোনাই

৯৮.আমেরিকার স্বাধীনতা ঘোষনা করা হয় কোন সালে?
১৭৭৬

৯৯.ব্ল্যাক ক্যাট 'কোন দেশের কমান্ডো বাহিনী
ভারত

১০০.মেক্সিকো কোন মহাদেশের অন্তর্গত ?
উত্তর আমেরিকা





No comments

Powered by Blogger.