বাক্য রুপান্তর ।।নির্দেশসূচক বাক্যকে প্রশ্ন সূচক এবং প্রশ্নসূচক বাক্যকে নির্দেশসূচক বাক্যে পরিবর্তন।

                                                   বাক্য রুপান্তর 

                                                                       



নির্দেশসূচক বাক্যকে প্রশ্ন সূচক বাক্যে পরিবর্তন 


.১.নির্দেশসূচক বাক্যঃ যত্ন না করলে রত্ন পাবে না ।
        প্রশ্নসূচক বাক্যঃযত্ন না করলে কি রত্ন পাবে?

২.নির্দেশসূচক বাক্যঃকাল রাত্তির থেকে মেঘের কামাই নাই।
        প্রশ্নসূচক বাক্যঃকাল রাত্তির থেকে কি মেঘের কামাই আছে?

৩.নির্দেশসূচক বাক্যঃতাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি নাই।
         প্রশ্নসূচক বাক্যঃতাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনয়াছি কি?

৪.নির্দেশসূচক বাক্যঃতাকে দিয়ে কোন আশা নেই।
        প্রশ্নসূচক বাক্যঃতাকে দিয়ে কি আশা করা যায়?

৫.নির্দেশসূচক বাক্যঃজননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
         প্রশ্নসূচক বাক্যঃজননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়?


৬.নির্দেশসূচক বাক্যঃবিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
         প্রশ্নসূচক বাক্যঃবিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নয়?

৭.নির্দেশসূচক বাক্যঃমায়েরা সন্তানদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন
        প্রশ্নসূচক বাক্যঃমায়েরা সন্তানদের কি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন না?

৮.নির্দেশসূচক বাক্যঃকবি নজরুল মারা গেছেন
         প্রশ্নসূচক বাক্যঃকবি নজরুল কি মারা যান নি?

৯.নির্দেশসূচক বাক্যঃদেশকে ভালবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন।
        প্রশ্নসূচক বাক্যঃদেশকে ভালবেসে শত শহীদ কি জীবন উৎসর্গ করে নি?

১০.নির্দেশসূচক বাক্যঃতাদের গ্রামে ফিরে যাওয়া চলে না।
          প্রশ্নসূচক বাক্যঃতাদের গ্রামে ফিরে যাওয়া চলে কি?
১১.নির্দেশসূচক বাক্যঃপুলিশের লোক জানবে না ।
          প্রশ্নসূচক বাক্যঃপুলিশের লোক জানবে কি?

১২.নির্দেশসূচক বাক্যঃবিদ্যাসাগর মহাপুরুষ ছিলেন।
          প্রশ্নসূচক বাক্যঃবিদ্যাসাগর কি মহাপুরুষ ছিলেন না?

১৩.নির্দেশসূচক বাক্যঃএকলা যেতে ভয় করবে কি না জানতে চাই ।।
           প্রশ্নসূচক বাক্যঃএকলা যেতে ভয় করবে না তো?

.১৪.নির্দেশসূচক বাক্যঃতারা পাষাণ নয়।
            প্রশ্নসূচক বাক্যঃতারা কি পাষাণ ?

১৫.নির্দেশসূচক বাক্যঃসরস্বতী বর দেবেন না ।
          প্রশ্নসূচক বাক্যঃসরস্বতী কি বর দেবেন ?

১৬.নির্দেশসূচক বাক্যঃভারতের রাজধানীর নাম জানতে চাই।
           প্রশ্নসূচক বাক্যঃভারতের রাজধানীর নাম কি?

১৭.নির্দেশসূচক বাক্যঃএমন করলে কেউ খুশি হয় না।
          প্রশ্নসূচক বাক্যঃএমন করলে কি কেউ খুশি হয়?

১৮.নির্দেশসূচক বাক্যঃতার সম্বন্ধে জানা দরকার।
           প্রশ্নসূচক বাক্যঃতার সম্বন্ধে জানা দরকার নয় কি?

১৯.নির্দেশসূচক বাক্যঃএতে কোন দোষ নেই।
           প্রশ্নসূচক বাক্যঃএতে দোষ কি?

২০.নির্দেশসূচক বাক্যঃতাহারা পাষাণ নহে।
           প্রশ্নসূচক বাক্যঃতাহারা কি পাষাণ?



প্রশ্নসূচক বাক্যকে নির্দেশসূচক বাক্যে পরিবর্তন


১.প্রশ্নসূচক বাক্যঃসুন্দরকে কে না ভালোবাসে ?
নির্দেশসূচক বাক্যঃসুন্দরকে সকলেই ভালোবাসে।

২.প্রশ্নসূচক বাক্যঃকে না ভুল করে?
নির্দেশসূচক বাক্যঃসকলেই ভুল করে।

৩.প্রশ্নসূচক বাক্যঃমৃত্যু কি জীবনের শেষ নয়?
নির্দেশসূচক বাক্যঃমৃত্যুই জীবনের শেষ।

৪.প্রশ্নসূচক বাক্যঃসরস্বতী বর দেবেন কি?
নির্দেশসূচক বাক্যঃসরস্বতী বর দেবেন না।

৫.প্রশ্নসূচক বাক্যঃতাদের সে জ্বালা আছে কি?
নির্দেশসূচক বাক্যঃতাদের সে জ্বালা নেই।

৬.প্রশ্নসূচক বাক্যঃকেন সময় নষ্ট কর?
নির্দেশসূচক বাক্যঃতোমার সময় নষ্ট করার কোন কারণ নেই।

৭.প্রশ্নসূচক বাক্যঃতোমাকে দিয়ে আর কি হবে?
নির্দেশসূচক বাক্যঃতোমাকে দিয়ে আর কিছু হবে না।

৮.প্রশ্নসূচক বাক্যঃতুমি কি বইটি পছন্দ কর না?
নির্দেশসূচক বাক্যঃতুমি বইটি পছন্দ কর।

৯.প্রশ্নসূচক বাক্যঃআমার কি হবে তা কে বলতে পারে?
নির্দেশসূচক বাক্যঃআমার কি হবে তা কেউ বলতে পারে না।

১০.প্রশ্নসূচক বাক্যঃতার বক্তৃতায় কি ভাল ফল হবে?
 নির্দেশসূচক বাক্যঃতার বক্তৃতায় কিছু ভাল ফল হবে না ।

১১.প্রশ্নসূচক বাক্যঃঅন্ধের দুঃখ কেই বা বোঝে?
 নির্দেশসূচক বাক্যঃঅন্ধের দুঃখ কেউ বোঝে না।

১২.প্রশ্নসূচক বাক্যঃআমাদের দেখাশোনা কি নিয়মিত?
 নির্দেশসূচক বাক্যঃআমাদের দেখাশোনা নিয়মিত নয়।

১৩.প্রশ্নসূচক বাক্যঃদেশপ্রেমিককে কে না ভালোবাসে?
 নির্দেশসূচক বাক্যঃদেশপ্রেমিককে সবাই ভালোবাসে।

১৪.প্রশ্নসূচক বাক্যঃকে না অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়?
 নির্দেশসূচক বাক্যঃঅধীনতার বন্ধন ছিন্ন করতে সকলেই চায়।

১৫.প্রশ্নসূচক বাক্যঃতারা কি যথার্থ সভ্য বলে দাবি করতে পারে?
  নির্দেশসূচক বাক্যঃতারা যথার্থ সভ্য বলে দাবি করতে পারে না।

১৬.প্রশ্নসূচক বাক্যঃএকলা যেতে ভয় করবে না তো?
  নির্দেশসূচক বাক্যঃএকলা যেতে ভয় করবে কি না জানতে চাই।

১৭.প্রশ্নসূচক বাক্যঃপুলিশের লোক জানিবে কি করিয়া?
 নির্দেশসূচক বাক্যঃপুলিশের লোকের জানিবার কোন উপায় নাই।

১৮.প্রশ্নসূচক বাক্যঃযত্নশীলই কি রত্নলাভে অধিকারী নয়?
 নির্দেশসূচক বাক্যঃযত্নশীলই রত্নলাভে অধিকারী।

১৯.প্রশ্নসূচক বাক্যঃটাকায় কি না হয়?
 নির্দেশসূচক বাক্যঃটাকায় সবই হয়।

২০.প্রশ্নসূচক বাক্যঃস্বাধীনতা কে না চায়?
 নির্দেশসূচক বাক্যঃস্বাধীনতা সকলেই চায় ।







No comments

Powered by Blogger.