বিশেষ্য পদ কি ?বিশেষ্য পদের প্রকারভেদ।

                                             বিশেষ্য পদ

                                                                             
   

কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে।

বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোন ব্যক্তি,জাতি,  সমষ্টি , বস্তু,স্থান,কাল,কর্ম,ভাব বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।



বিশষ্য পদ ছয় প্রকার 


১.সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য
২.জাতিবাচক বিশেষ্য
৩.বস্তু বা দ্রব্য বাচক বিশেষ্য
৪.সমষ্টিবাচক বিশেষ্য
৫.ভাববাচক বিশেষ্য
৬.গুণবাচক বিশেষ্য


১.সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্যঃ যে পদ দ্বারা কোন ব্যক্তি,ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বোঝায় তাকে সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য পদ বলে।

ক)ব্যক্তির নামঃআমির ,রহিম,করিম,সুভাস চন্দ্র,যোসেফ ,মেরিনা,জরিনা ইত্যাদি
খ)ভৌগোলিক স্থানের নামঃঢাকা,দিল্লি,কলকাতা,রাজশাহী,মক্কা,মদিনা,লন্ডন,ওয়াশিংটন ডিসি ।
গ)ভৌগোলিক সংজ্ঞাঃমেঘনা,যমুনা,এভারেস্ট,আরব সাগর,হিমালয়,আল্পস ,মহাসাগর।
ঘ)গ্রন্থের নামঃঅগ্নিবীণা,বিষের বাঁশি,দেশেবিদেশে,বিশ্বনবী,মরু ভাস্কর,সঞ্চয়িতা,সঞ্চিতা।

২.জাতিবাচক বিশেষ্যঃযে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় ,তাকে জাতিবাচক বিশেষ্য বলে।যেমন-মানুষ,গরু,ছাগল,গাছ,নদী,ইংরেজ,পাখি।

৩.বস্তুবাচক বা দ্রব্যবাচকঃযে পদে কোন উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে।এই জাতীয় বস্তুর পরিমাণ নির্ণয় করা যায়, কিন্তু গণনা করা যায় না।যথা-মাটি,চাউল,চিনি,লবণ,পানি।

৪.সমষ্টিবাচক বিশেষ্যঃ যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায়,তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে ।যথা-সভা,জনতা,সমিতি,পঞ্চায়েত,মাহফিল,ঝাঁক,বহর,দল।

৫.ভাববাচক বিশেষ্যঃযে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব কাজের ভাব প্রকাশিত হয়,তাকে ভাববাচক বিশেষ্য বলে ।যেমন-দর্শন (দেখার কাজ),ভোজন (খাওয়ার কাজ),শয়ন (শোয়ার কাজ),গমন (যাওয়ার কাজ)

৬.গুণবাচক বিশেষ্যঃ যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়,তাই গুণবাচক বিশেষ্য।
যেমন-মধুর বস্তুর গুণ=মধুরতা,তরল দ্রব্যের গুণ=তারল্য,তিক্ত দ্রব্যের দোষ বা গুণ=তিক্ততা, তরুণের গুণ=তারুণ্য,সুন্দর বস্তুর গুণ=সৌন্দর্য,বীরের গুণ=বীরত্ব,বীর্য।ফুলের সুবাস =সৌরভ,
যুবক বয়সের গুণ=যৌবন,।








No comments

Powered by Blogger.