Right form of verbs।।English Grammar.

                                  Right form of verbs

                                                                           

বাক্য গঠনে  Right form of verbs এর গুরুত্ব অপরিসীম।নিচে  Right form of verbs এর বিস্তারিত আলোচনা করা হলো.............................................


Subject যদি Third person singular number হয় এবং verb যদি present indefinite  এ থাকে তবে verb এর শেষে s বা es যোগ করতে হয়।

1.Ex:The girl read a Novel
Ans:The girl reads a Novel.

Universal truth and habitual fact  বুঝালে  Present Indefinite Tense হয়।

Ex:The Sun rise in the East.
Ans:The Sun rises in the East.


2.কোন সময়ের উল্লেখ থাকে না এমন বাক্যে যদি ...always,regularly,sometimes,everyday,
occasionally,,daily,usually,normally ,often,generally ইত্যাদি থাকে তাহলে Present Indefinite Tense.

Ex:A good man (prepare) his works regularly.
Ans:A good man prepares his works regularly.

3.Interrogative Sentence  এ  যদি what,which,who,when,where,why,whose,how,থাকে তাহলে Subject    এর পূর্বে Tense  ও Person অনুযায়ী to be verb যোগ করতে হয় । to be verb না থাকলে Tense  ও Person অনুযায়ী do /does/did বসবে।

Ex:What you do now?
Ans: What are you doing now.

4.Be verb বিহীন বাক্যকে  Negative বা  Interrogative করতে হলে  Tense ও Subject অনুসারে do/does /did ব্যবহার করতে হয়।

Ex:He (come) home yesterday
Ans:Did he come home yesterday.

5.বাক্যের শেষে yesterday,ago long since,last night ইত্যাদি শব্দ থাকে তাহলে verb এর past form হয়।

Ex:I (come) home yesterday.
Ans: I came home yesterday.

6.Sentence এ  just,just now ,ever,never,yet,lately,recently, already  ইত্যাদি থাকলে present perfect tense হয়।

Ex:I (see) him recently.
Ans: I have seen him recently.

7.কোন Sentence এ যদি have /has/had থাকে তাহলে ঐ বাক্যের verb এর past form হয়।
Ex:She has do the work.
Ans She had done the work.

8.Since এর প্রথম অংশ যদি  present indefinite tense হয় তাহলে পরের অংশ  past indefinite tense হবে। .

Ex:It is many years since I come to Dhaka .
Ans: It is many years since I came to Dhaka.

9.Since এর প্রথম অংশ যদি present perfect tense  হয় তাহলে পরের অংশ  past indefinite tense হবে। .
Ex: Many years have passed since his father die.
Ans:Many years have passed since his father died.

10.বর্তমানে কোন কাজ চলছে বুঝাতে Sentence এ Now ,At this moment,ইত্যাদি শব্দ থাকলে verb এর Present Continous Tense হয়।
Ex:He (sing) a song now.
Ans:He is singing a song now.

11.am/is/are/was/were ইত্যাদি " to be "verb এর পর  passive voice এর ক্ষেত্রে ব্রাকেটের verb এর past participle হয়।

 Ex:The book was (steal)
Ans:The book was stolen.

12.As though ,As if,Wish থাকলে ব্রাকেটের  to be এর জায়গায়  were বসে।

Ex:I wish I (to be) a bird.
Ans:I wish I were a bird.

13.As though ,As if, এর প্রথম অংশ  present indefinite tense এর হলে পরের অংশ  past indefinite tense হয় ।আবার প্রথম অংশ  past indefinite tense এর হলে পরের অংশ  past perfect tense হয়।যেমনঃ

Ex:He speaks as though he (know)everything.
Ans:He speaks as though he knew everything.

14. বাক্যের ভিতর Every,each,one of থাকলে প্রদত্ত  verb এর Singular হয়।

Ex:Everybody (love) flowers.
Ans: Everybody loves flowers.

15.বাক্যের ভিতর It is high time,It is time ,Wish,Fancy ইত্যাদি থাকলে ব্র্যাকেটের  Verb এর Past Form হয়।

Ex:I fancy I (turn) pale.
Ans:I fancy I turned pale.

16.am/is/are/was/were ইত্যাদি "to be "verb এর পর  Passive Voice এর ক্ষেত্রে ব্র্যাকেটের Verb এর Past Participle হয় ।

The book was (steal)
Ans:The book was stolen.

17.Can/could,may/might,shall/should,will/would ইত্যাদি  auxiliary verb হিসাবে ব্যবহৃত হলে মূল verb টি  Present Tense হবে ।যেমন-

Ex:I can (do) the work.
Ans:I can do the work.
Ex:You may (come ) tomorrow.
Ans:You may come tomorrow.


18.Sentence এর শুরুতে  would that থাকলে  Subject এর পরে could বসে এবং প্রদত্ত Verb এর  Present form বসে।যেমন-

Would that I (go) to college.
Ans:Would that I could go to college.

19.To be ও  having এর পর মূল Verb এর Past Participle হয়।

He ran away having (take)the money.
Ans:He ran away having taken the money`

20.প্রদত্ত এর পূর্বে Verb mind ,worth,without,past,cannot help,could not help,with a view to,get used to ,look forward  to,would you mind এবং preposition থাকলে ব্র্যাকেটের verb এর সাথে ing
যোগ করতে হয়।
Ex:I went  to the library with a view to (read) there.
Ans:I went  to the library with a view to reading there.

21.Had better,had rather,would better,would rather,must,let,dare,need ইত্যাদির পর প্রদত্ত verb এর  present from হয় এবং প্রদত্ত verb এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়।

You had better (to go)home.
Ans:You had better go home .

22.যদি কোন Simple Sentence এ দুটি verb থাকে তাহলে ব্র্যাকেটের  verb এর সাথে ing যোগ করতে হয় অথবা verb টির পূর্বে to বসাতে হয় ।উদ্দেশ্য বুঝাতে ব্র্যাকেটের verb পূর্বে to বসাতে হয় ।

I saw him (go).
Ans:I saw him going


23.If যুক্ত  sentence এর প্রথম অংশ যদি present indefinite tense হয় তাহলে অপর অংশটি future indefinite tense হয়।যেমন

If he works hard ,he (shine)in life.
Ans:If he works hard ,he will shine in life.

24.If যুক্ত  sentence এর প্রথম অংশ যদি Past indefinite tense হয় তাহলে পরের অংশে Subject   এর পর would/could/might + verb এর present form হয়।

If he came ,I (go)
Ans:If he came ,I would go.

25..If যুক্ত  sentence এর প্রথম অংশ যদি Past perfect tense হয় তাহলে পরের অংশে Subject   এর পর would have /could have/might have + ব্র্যাকেটের verb টির Past participle form হয়।

If I had seen him,I (tell) him the matter.
Ans:If I had seen him,I might have told him the matter.







No comments

Powered by Blogger.