অব্যয়ীভাব সমাস ও দ্বন্দ্ব সমাস
অব্যয়পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যাতে পূর্ব পদের বা অব্যয় পদটির অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে।অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।যেমন- জানু পর্যন্ত লম্বিত=আজানুলম্বিত , কূলের সমীপে =উপকূল।এখানে আজানুলম্বিত ও উপকূল দুটি সমাস নিস্পন্ন পদ ।এবং আ’ ও উপ’ দুটি অব্যয় পদ পূর্বে বসে সমাস নিস্পন্ন পদ টি গঠিত হয়েছে এবং অব্যয়ের অর্থ ই প্রাধান্য পাচ্ছে।
প্রধানত নিম্নোক্ত কয়টি অর্থেই এ সমাস হয়:-
অব্যয়পদ ব্যাসবাক্য অব্যয়যোগে সমাস নিস্পন্ন পদ বা সমস্তপদ
ক)সামীপ্য অর্থে-- (উপ) কূলের সমীপে = উপকূল
খ)বীপসা অর্থে-- (অনু,প্রতি) দিনে দিনে = প্রতিদিন
গ)অভাব অর্থে-- (নি:=নির০ ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ
ঘ)পশ্চাৎ অর্থে-- (অনু) গমনের পশ্চাৎ = অনুগমন
ঙ)অনতিক্রম অর্থে-- (যথা) শক্তিকে অতিক্রম না করে = যথাশক্তি
চ)পর্যন্ত অর্থে--(আ) মরণ পর্যন্ত = আমরণ
ছ)সাদৃশ্য অর্থে--( উপ) বনের সদৃশ = উপবন
জ)যোগ্যতা অর্থে--(অনু) রূপের যোগ্য = অনুরূপ
ঝ)কারক অর্থে-- আত্মাকে অধিকার করে = অধ্যাত্ম
ঞ)অতিক্রান্ত(উৎ) বেলাকে অতিক্রান্ত = উদ্বেল
ট)বিরোধ(প্রতি) বিরুদ্ধ কূল = প্রতিকূল
ঠ)ঈষৎ(আ) ঈষৎ নত = আনত
ড)ক্ষুদ্র অর্থে (উপ) গ্রহের সদৃশ = উপগ্রহ
ঢ)দূরবর্তী অর্থে (প্র,পরা) অক্ষির অগোচরে = প্রত্যক্ষ
ণ) প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) = প্রতিপক্ষ,প্রত্যুত্তর
ত)পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) = সম্পূর্ণ,পরিপূর্ণ
থ)প্রতিনিধি অর্থে(প্রতি) =প্রতিবিম্ব,প্রতিচ্ছায়া,প্রতিচ্ছবি
দ্বন্দ্ব সমাস
সমান বিভক্তিবিশিষ্ট একাধিক বিশেষ্য পদের মিলনে যে সমাস হয় এবং যে সমাসে সমস্যমান পদ দুটির প্রত্যেকটির অর্থই প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।যেমন-মাতা ও পিতা =মাতাপিতা,তাল ও তমাল=তাল-তমাল।এখানে মাতা ও পিতা ,তাল ও তমাল উভয় পদের অর্থই প্রধান্য পেয়েছে।দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যে এবং,ও ,আর এই তিনটা অব্যয় পদ বসে।
দ্বন্দ্ব শব্দের অর্থ “জোড়া”বা মিলন অর্থাৎ এক পদের সঙ্গে আর এক পদের অর্থ -প্রাধান্য রক্ষা করে মিলন।দ্বন্দ্ব সমাস পাঁচ প্রকার :-
ক)মিলনার্থক দ্বন্দ্ব: ভাই ও বোন=ভাইবোন,মশা ও মাছি=মশা-মাছি ইত্যাদি।
খ)বিরোধার্থক দ্বন্দ্ব: ভাল ও মন্দ=ভালমন্দ,বাদি ও বিবাদি=বাদিবিবাদি ইত্যাদি।
গ)সমার্থক দ্বন্দ্ব : হাট ও বাজার=হাটবাজার,ধন ও দৌলত=ধনদৌলত ইত্যাদি।
ঘ)অঙ্গবাচক শব্দযোগে:হাত-পা,নাক-কান,নাক-মুখ,মাথা-মুণ্ডু ইত্যাদি।
ঙ)সর্বনামযোগে:যথা-তথা,যা-তা,যাকে-তাকেেএখানে-সেখানে ইত্যাদি।
চ)ক্রিয়াযোগে:যাওয়া-আসা,চলা-ফেরা,দেওয়া-থোওয়া ইত্যাদি।
ছ)বিশেষণযোগে:ভালো-মন্দ,কম-বেশিিআসল-নকল,বাকি-বকেয়া ইত্যাদি
জ)ক্রিয়া বিশেষণযোগে: আগে-পাছেেআকারে-ইঙ্গিতে,ধীরে-সুস্থে ইত্যাদি।
ঝ)সংখ্যাবাচক শব্দযোগে:সাত-পাঁচ,নয়-ছয়,সাত-সতের,উনিশ-বিশ ইত্যাদি
ঙ)ইত্যাদি অর্থে দ্বন্দ্ব: কাপড় ও চোপড়=কাপড়চোপড়,দোকান ও পাট=দোকানপাট;বাসন ও কোসন=বাসনকোসন।
- অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে।
দুধে ও ভাতে=দুধেভাতে,ঘরে ও েবাইরে=ঘরেবাইরে হাতে ও কলমে =হাতে কলমে ইত্যাদি।
- তিন বা বহু পদ মিলে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে।
No comments