তৎপুরুষ সমাস সমাস কাকে বলে ও এর প্রকারভেদ ।
ক)দ্বিতীয়া তৎপুরুষ: পূর্ব পদে দ্বিতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।যেমন-
লক্ষীকে ছাড়া=লক্ষীছাড়া
খ)তৃতীয়া তৎপুরুষ: তৃতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।যেমন-
পদ দ্বারা দলিত=পদদলিত।
গ)চতুর্থী তৎপুরুষ: চতুর্থ বিভক্তির লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।মড়ার জন্য কান্না=মড়াকান্না।
ঘ)পঞ্চমী তৎপুরুষ: পঞ্চমী বিভক্তির লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।যেমন- বিলাত থেকে ফেরত=বিলাত-ফেরত।
ঙ) ষষ্ঠী তৎপুরুষ:ষষ্ঠী বিভক্তির লোপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে ।যেমন-রাজার কুমারী=রাজকুমারী।
চ)সপ্তমী তৎপুরুষ: সপ্তমী বিভক্তির লোপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে ।যেমন- জলে মগ্ন =জল মগ্ন।
ছ)নঞ তৎপুরুষ সমাস: নেই ,না,নয় ইত্যাদি অর্থ প্রকাশ করতে নঞ অব্যয়ের সঙে্গ যে সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।যেমন-নেই জানা =অজানা
জ)উপপদ তৎপুরুষ:উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।যেমন- কুম্ভ করে যে=কুম্ভকার
অলুক তৎপুরুষ সমাস : যে সমাসে পূর্ব পদের দিতীয়াদি বিভক্তির লোপ হয় না তাকে অলুক তৎ পুরুষ সমাস বলে।তেলে ভাজা=তেলেভাজা।
No comments