কারক বিভক্তি নির্ণয়ের উদাহরণ
বাক্যান্তর্গত পদ কারক ও বিভক্তি
আমার ভাত খাওয়া হলো না । কর্মে শূন্য।
সর্বাঙ্গে ব্যাথা ,ওষুধ দেব কোথা। অধিকরণে ৭মী;কর্মে শূন্য।
তাস খেলে পড়া নষ্ট করো না। করণে শূন্য;কর্মে শূন্য।
পাখি সব করে রব,রাতি পোহাইল। কর্তায় শূন্য;কর্মে শূন্য।
কাননে কুসুম কলি ,সকলি ফুটিল। অধিকরণে ৭মী
নগরের নটি চলে অভিস ারে যৌবন-মদে মত্তা। কর্তায় শূন্য;নিমিত্তার্থে ৭মী
পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে আপাদনে ৭মী
বিপদে মোরে রক্ষা করো অপাদনে ৭মী
আমার সোনার ধানে গিয়াছে ভরি করণে ৭মী
পাতায় পাতায় পড়ে নিশির শিশির অধিকরণে ৭মী
রহিমকে ঢাকা যাইতে হবে। কর্তায় ২য়া
দশে মিলে করি কাজ কর্তায় ৭মী
তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে সম্প্রদানে ৭মী
ছেলেরা ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছে অধিকরণে ৫মী
এ বৎসর ভালো ফসল জন্মিয়াছে অধিকরনে শূন্য
সোজা পথে চলো না কেন? করণে ৭মী
ব্যায়মে শরীর ভালো থাকে করণে ৭মী
বইখানা ধরো কর্মে শূণ্য
টাকায় বাঘের দুধ মিলে করণে ৭মী
আমরা কানে শুনি করণে ৭মী
সরিষা থেকে তৈল হয়। অপাদানে ৫মী
তিলে তৈল হয় অপাদানে ৭মী
সমুদ্রে লবণ আছে অধিকরণে ৭মী
গরুতে গরুতে লড়াই করিতেছে কর্তায় ৭মী
কি সাহসে এমন কথা বলিলে? কর্মে ৭মী
প্রাণ পণে চেষ্টা কর। কর্মে ৭মী
জলে বাষ্প হয় অপাদনে ৭মী
লোভে পাপ পাপে মৃত্যু অপাদানে ৭মী;করণে ৭মী
বইখানি ঘরেই ছিল অধিকরণে ৭মী
আলোয় আধার কাটিয়া যায় করণে ৭মী
সরোবরে পদ্ম জন্মে অধিকরণে ৭মী
সকলকে মরিতে হইবে কর্তা য় দ্বিতীয়া
তার দেখা পাওয়া দুস্কর কর্মে ৬ষ্ঠী
সে বাড়ি নেই অধিকরণে ০
পাছে লোকে কিছু বলে কর্তা য় ৭মী
অর্থ অনর্থ ঘটায় কর্মে শূন্য
সোনার খাঁচা করণে ৬ষ্ঠী
লোকমুখে শোনা যায় অপাদানে ৭মী
জিজ্ঞাসিব জনে জনে কর্মে ৭মী
মেঘে বৃষ্টি হয় অপাদানে ৭মী
এ কলমে ভাল লেখা হয় না করণে ৭মী
ঘোড়ায় গাড়ি টানে কর্তা য় ৭মী
সমিতিতে চাঁদা দাও সম্প্রদানে ৭মী;কর্মে শূন্য
দুধে ছানা হয় অপাদানে ৭মী
চাহিনা করিতে বাদ -প্রতিবাদ কর্মে শূন্য
তুমি কি চাও? কর্মে শূন্য
পরের মুখে শেখা বুলি অপাদানে ৭মী
হে অতীত, সম্বোধনে ০
তুমি ভূবনে ভুবনে অধিকরনে ৭মী
ডাক্তারকে ডাক। কর্মে ২য়া
চোর ধৃত হইয়াছে কর্মে ০
বিপদে সে উতলা হইয়াছে করণে ৭মী
বাঘ মানুষ মারে কর্তা য় ০;কর্মে ০
রাখাল গরূ চরায় । কর্মে ০
মূখে কি না বলে! কর্তা য় ৭মী
গাধায় খায় পাকা কলা কর্তা য় ৭মী
শূয়রে খায় পান কর্তা য় ৭মী
সে তিনদিন পথ চলিল কর্মে ০
বৃথা গঞ্জ দশাননে কর্মে ৭মী
পাগলে কিনা বলে ,ছাগলে কিনা খায়। কর্তা য় ৭মী
মীনার চেয়ে নীলা বড়। অপাদানে ৫মী
বাঘে-গরুতে এক ঘাটে পানি খায় কর্তায় ৭মী
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কতায় ৭মী
লোকে নিন্দে করে কর্তায় ৭মী
সে খুব্ ঠকান ঠকাইয়াছে কর্মে ০
আজ হবে না কাল এসো অধিকরণে০
পড়ায় বিরত হয়ো না অপাদানে ৭মী
আকাশ মেঘে ঢাকা করণে ৭মী
একদিন যাবো অধিকরণে ০
এ সময় তার দেখা মেলা ভার অধিকরণে০
তাহারা পাঁচজনে যাইবে কতায় ৭মী
জলে কুমির , ডাঙ্গায় বাঘ অধিকরণে ৭মী
রবিবার স্কুল বন্ধ থাকে না অধিকরণে০
মশা মেরে হাত কালো করো না কর্মে ০
ব্যবহারেই ইতর-ভদ্র চেনা যায় করণে ৭মী
সে চোখে মুখে কথা বলে করণে ৭মী
আমার পিপাসা লেগেছে কর্তা য় ৬ষ্ঠী
পাপে বিরত হও অপাদানে ৭মী
বাদুড় দিনে ঘুমায় অধিকরণে ৭মী
তার নিকট যাও অধিকরণে০
পাপীকে ধিক্ কর্মে ২য়া
গুরুজনে করো নতি কর্মে ৭মী
শ্রম বিনা ধন লাভ হয় না করণে ০
চিররোগী কি আশায় বাঁচে? সম্প্রদানে ৭মী
কত ধানে কত চাল,সে আমি জানি অপাদানে ৭মী
সব ঝিনুকে মুক্তা মিলে না অপাদানে ৭মী
জটাতে তাপস চিনি করনে ৭মী
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে অধিঘকরণে ৭মী
ধর্মে র কল বাতাসে নড়ে করণে ৭মী
যেখানে বাঘের ভয়,সেখানে সন্ধা হয় অপাদানে ৬ষ্ঠী
No comments