সন্ধি বিচ্ছেদ |ব্যঞ্জন সন্ধি |বাংলা গ্রামার |Sondhi bicched|benjon shondhi|Bangla grammar |

           ব্যঞ্জন সন্ধি 





১/  বর্গীয় প্রথম বর্ণের পরে স্বরবর্ণ থাকলে, প্রথম বর্ণের স্থানে ঐ বর্গেরই তৃতীয় বর্ণ হয়। পরবর্তী স্বরবর্ণ ঐ তৃতীয় বর্ণে যুক্ত হয় ;যথা_

বাক্ +ঈশ=বাগীশ   ( ক্>গ্:) 

দিক্+অন্ত=দিগন্ত 

বাক্+আড়ম্বর =বাগাড়ম্বর 


অচ্+ অন্ত=অজন্ত     (  চ্>জ্)

ণিচ্+অন্ত=ণিজন্ত 


ষট্+ঋতু =ষড়ঋতু   ( ট্>ড়্)

ষট্+আনন=ষড়ানন 


তৎ +অন্ত=তদন্ত     (  ত্>দ্) 

জগৎ +ঈশ=জগদীশ 

সৎ + আনন্দ =সদানন্দ   

সৎ + উপায় =সদুপায় 

সৎ + উপদেশ =সদুপদেশ 

কৃৎ+অন্ত=কৃদন্ত 

ব্যতিক্রম : যাচ্+অক=যাচক ( 'যাজক' নয়)।


২/ স্বরবর্ণের পরে ছ থাকলে, ছ এর স্থানে চ্ছ হয় ; যথা_

অ+ছ=অচ্ছ:   

মুখ +ছবি=মুখচ্ছবি 

এক+ছত্র=একচ্ছত্র 

আলোক+ছটা=আলোকচ্ছটা 

অঙ্গ +ছেদ =অঙ্গচ্ছেদ 

বট+ছায়া =বটচ্ছায়া

বৃক্ষ +ছায়া =বৃক্ষচ্ছায়া 

অব+ছেদ=অবচ্ছেদ


আ+ছ=আচ্ছ:

আ+ ছাদন=আচ্ছাদন 

কথা +ছলে=কথাচ্ছলে 


ই+ছ=ইচ্ছ:

বি+ছিন্ন =বিচ্ছিন্ন 

বি+ছেদ=বিচ্ছেদ 

পরি+ছেদ=পরিচ্ছেদ 

পরি+ছদ=পরিচ্ছদ 

প্রতি+ছবি=প্রতিচ্ছবি 


উ+ছ=উচ্ছ:

তরু+ছায়া =তরুচ্ছায়া 


৩/বর্গীয় প্রথম বর্ণের পরে (যে কোন বর্গের) তৃতীয় বা চতুর্থ বর্ণ কিংবা য,র,ল,ব থাকলে, বর্গীয় প্রথম বর্ণ স্থানে ঐ বর্গের তৃতীয় বর্ণ হয় ;যথা_

ক্+জ=গ্ জ:

বাক্+জাল = বাগ্ জাল

বাক্+দান= বাগ্ দান






No comments

Powered by Blogger.