সন্ধি বিচ্ছেদ |স্বরসন্ধি |সন্ধির নিয়ম ও উদাহরণ |

                 স্বরসন্ধি

 

অ+অ=আ

বেদ+ অন্ত= বেদান্ত 

অপর + অপর = অপরাপর 

পদ+অর্থ = পদার্থ 

হিত+অহিত = হিতাহিত 

ধর্ম+ অধর্ম = ধর্মাধর্ম 

অন্য+অন্য = অন্যান্য 

বর+অভয় = বরাভয়

নব+ অন্ন = নবান্ন 

নর+ অধম = নরাধম 

শশ + অঙ্ক = শশাঙ্ক 

পরম+ অনু=পরমাণু 

মুর+অরি=মুরারি

চল+অচল=চলাচল 

মঙ্গল +অমঙ্গল = মঙ্গলামঙ্গল 

বিন্ধ্য+অচল = বিন্ধ্যাচল 

স্ব+অধীন =স্বাধীন 

স্ব+অধিকার =স্বাধিকার 

অগ্র+অধিকার =অগ্রাধিকার 

পর+অধীন =পরাধীন 

চরণ+অমৃত =চরণামৃত

পাণ+অধিক =প্রাণাধিক 

হস্ত+অক্ষর =হস্তাক্ষর 

স্বর্ণ+অক্ষর =স্বর্ণাক্ষর 

কাল+অন্তর =কালান্তর 

ধর্ম+অন্ধ=ধর্মান্ধ

শত+অব্দ=শতাব্দ

সহস্র +অব্দ=সহস্রাব্দ 

স+অনুনাসিক =সানুনাসিক 

দাব+অনল=দাবানল 

রূপ +অন্তর =রূপান্তর 

দেশ+অন্তর =দেশান্তর

দ্বীপ +অন্তর =দীপান্তর

যুগ + অন্তর =যুগান্তর 

গীত +অঞ্জলি =গীতাঞ্জলি 


অ+আ=আ :


জল+ আশয়=জলাশয় 

দেব+আলয়=দেবালয় 

হিম+আলয়= হিমালয় 

দশ+আনন=দশানন 

গ্রন্থ +আগার=গ্রন্থাগার 

সিংহ +আসন=সিংহাসন 

কুশ+আসন=কুশাসন 

রত্ন+আকর=রত্নাকর 

লোক+আলয়=লোকালয় 

চন্দ্র+আনন=চন্দ্রানন 

কুসুম +আস্তীর্ণ =কুসুমাস্তীর্ণ 

প্রবাল+আদি=প্রবালাদি

পাঠ+আগার=পাঠাগার 

ছাত্র+আবাস=ছাত্রবাস

স্বর+আগম=স্বরাগম 

কর+আঘাত =করাঘাত 

মেঘ+আলয়=মেঘালয় 

প্রশ্ন +আবলি=প্রশ্নাবলী 

পাত্র+আধার =পাত্রধার

পাপ+আচার =পাপাচার 

সত্য+আগ্রহ =সত্যাগ্রহ 

শুভ+আগমন =শুভাগমন 

বিপদ +আপন্ন=বিপদাপন্ন 

পরম+আরাধ্য =পরমারাধ্য


আ+অ=আ :


আশা+অতিরিক্ত =আশাতিরিক্ত 

আজ্ঞা +অধীন =আজ্ঞাধীন 

নিন্দা +অর্হ=নিন্দার্হ 

মহা+অর্ঘ=মহার্ঘ

লতা+অগ্র=লতাগ্র

যথা+অর্থ=যথার্থ 

আশা+অতীত =আশাতীত 

বিদ্যা+অলঙ্কার =বিদ্যালঙ্কার 

মহা+অর্ণব =মহার্ণব 

হত্যা+অপরাধ =হত্যাপরাধ 

সন্ধ্যা +অবধি =সন্ধ্যাবধি

তথা+অপি=তথাপি 

আশা+অনুরূপ =আশানুরূপ 


আ+আ=আ:


দয়া+আর্দ্র =দয়ার্দ্র 

বিদ্যালয় +আলয়=বিদ্যালয় 

মাত্রা+আধিক্য =মাত্রাধিক্য

কারা+আগার=কারাগার 

কশা+আঘাত =কশাঘাত 

মহা+আশয়=মহাশয় 

শিলা+আসন্ন =শিলাসন

আশা+আনন্দ =আশানন্দ

সদা+নন্দ=সদানন্দ 

রূপা+আলি=রূপালি


ই+ই=ঈ


গিরি+ইন্দ্র=গিরীন্দ্র 

অভি+ইষ্ট =অভীষ্ট 

মুনি+ইন্দ্র=মুনীন্দ্র

রবি+ইন্দ্র=রবীন্দ্র 

প্রতি+ইতি=প্রতীতি 

অতি+ইত=অতীত 

মুক্তি+ইচ্ছা =মুক্তীচ্ছা

যতি+ইন্দ্র=যতীন্দ্র 

অতি+ইব=অতীব


ই+ঈ=ঈ

ক্ষিতি +ঈশ=ক্ষিতীশ 

অধি+ঈশ্বর =অধীশ্বর 

পরি+ঈক্ষা =পরীক্ষা 

প্রতি+ঈক্ষা=প্রতীক্ষা 

গিরি+ঈশ=গিরীশ 


ঈ+ই=ঈ

শচী +ইন্দ্র=শচীন্দ্র 

সুধী+ইন্দ্র=সুধীন্দ্র

মহী+ইন্দ্র=মহীন্দ্র 

সতী+ইন্দ্র=সতীন্দ্র


ঈ+ঈ=ঈ

সতী+ঈশ=সতীশ 

মহী+ঈশ=মহীশ

গৌরী +ঈশ=গৌরীশ

শ্রী+ঈশ=শ্রীশ

রজনী +ঈশ=রজনীশ 

পৃথিবী +ঈশ্বর =পৃথিবীশ্বর

পৃথ্বী+ঈশ্বর =পৃথ্বীশ্বর

দিল্লী+ঈশ্বর =দিল্লীশ্বর









No comments

Powered by Blogger.