বিখ্যাত মনীষীদের জনপ্রিয় কিছু উক্তি।

                      বিখ্যাত মনীষীদের উক্তি



১/ "অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।  -শেক্সপিয়র

২) " যেখানে অর্থ নাই সেখানে ভালবাসা দূর্লভ " ।- টমাস ব্রাউন 

৩) " ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা এই যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।"-জর্জ বার্নার্ড শ 

৪) " অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায়। "-সক্রেটিস 

৫) " এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। 

-আইনস্টাইন 

৬) " দুই শত্রুর মাঝে এমনভাবে কথাবার্তা বলো, তারা 

পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জা পেতে না হয়। " - শেখ সাদি 

৭) " বিদ্যানের কলমের কালি, শহীদের রক্তের চেয়েও পবিত্র। "-আল হাদিস 

৮) " মেয়ে মানুষের কান্নার পিছনে সবসময় কারণ থাকে না। - হোমার 

৯) " যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও, তা মিত্র হতেও গোপন রাখো। কারণ মিত্রও একদিন শত্রু হতে পারে। - লোকমান হাকিম 

১০) " সাধারণ লোকের অসাধারণ চাহিদা চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। -জন ওয়েবস্টার 

১১) " যা তুমি জানো না, তা তুমি বলো না, আর যা তুমি জানো, তা যথাস্থানে বলতে কুণ্ঠিত হয়ো না। - লোকমান হেকিম 

১২) " যার অল্প আছে সে দরিদ্র নই, যে বেশি আশা করে সেই দরিদ্র।  -ডানিয়েল 

১৩) " দুঃখের একমাত্র মৌন ভাষায় হলো অশ্রু।  -ভলতেয়ার 

                                                                                          

            

    

No comments

Powered by Blogger.