গুরুত্বপূর্ণ কিছু টীকা

                                                     টীকা

                                                                       

লোককাহিনী:যে লোকসাহিত্যে কাহিনী আছে ,এবং যা মূলত বর্ণনাত্মক এবং যাতে লৌকিক ও অলৌকিক ঘটনা পাশাপাশি বিদ্যমান ,যেখানে জল ও স্থল এর সমস্ত বাধাই সহজেই অতিক্রমণীয়,যে কাহিনীতে মানষ এবং পশুপাখির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান,ভাষার বোধগম্যতা যেখানে কোন সমস্যা নয়,যেখানে যাদু শক্তি ও দৈত্য-দানবের প্রভাব রয়েছে,রয়েছে নায়কের উথ্থান-পতন,সহযোগী শক্তির ভূমিকা সেই সাহিত্যকে লোককাহিনী বলে।


কিংবদন্তী:যে লোককাহিনীতে অতীতের কোন বিখ্যাত চরিত্রের সত্য ঘটনার সাথে জনশ্রুতি ও লোককল্পনা যুক্ত হয়ে একটি বা একাধিক কাহিনী বর্ণিত হয় তাকে কিংবদন্তী বলে ।


রুপকথা : লোক মুখে প্রচলিত কাল্পনিক রাজ্যের রাজা,রাজকুমার ও রাজকন্যার প্রেমকাহিনীকে রুপকথা বলে।

উপকথা:নীতি কথার সমন্বয়ে  পশুপাখি,কীটপত্ঙ্গ,বৃক্ষলতা প্রভৃতি চরিত্র অবলম্বনে যেসব কাহিনী গড়ে ওঠে সেগুলোকে উপকথা বলে।

ব্রতকথা: কোন ব্রত কে কেন্দ্র করে দেশে দেশে যে কাহিনী গড়ে উঠেছে তাকে ব্রত কথা বলে।এগুলোতে ধর্মীয় কথা রয়েছে এবং যাতে মেয়েদের জাগতিক কল্যাণ নিহিত।

গীতিকা:সংগীত আকারে বর্ণিত কাহিনীকে গীতিকা বলে।তবে এসব কাহিনী সংক্ষিপ্ত,সুবিন্যাস্ত এবং নাটকীয় মহিমায় সমৃদ্ধ।এসব কাহিনীর সাথে বেশির ভাগ ক্ষেত্রেই সত্য ঘটনার জনশ্রুতি মিশ্রিত হয়ে গড়ে ওঠে।বাংলাদেশে সংগৃহীত গীতিকা গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১.ণাথ গীতিকা
২.ময়মনসিংহ গীতিকা

নাথ গীতিকা:এগুলো এক শ্রেণীর ঐতিহাসিক রচনা ।নাথ সম্প্রদা্য়ের গুরুত্ব ও অলৌকিক  মহিমাকীর্তন এ গীতিকার মূল উপজীব্য।গোরক্ষ বিজয়,মীনচেতন,মযনামতির গান,গোপী চন্দ্রের সন্ন্যাস ,গোপীচন্দ্রের পাঁচালি,গোবিন্দ চন্দ্রের গীত এবং গোবিন্দ চন্দ্রের গান ইত্যাদি নাথ গীতিকার অন্যতম।

ময়মনসিংহ গীতিকা:গীতিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ গীতিকা হলো ময়মনসিংহ গীতিকা।এর কাহিনীগুলো মূলত প্রেমমূলক এবং ্নারী চরিত্রগুলোই প্রধান।এখানে নারীর নি:স্বার্থ ভালোবাসা,ব্যক্তিত্ব ,নারীর সতীত্ব,আত্মসম্মানবোধ,স্বাতন্ত্র্য বিশিষ্ট ও ত্যাগের মহিমাই ভাস্বর।এর মধ্যে উল্লেখযোগ্য গীতিকাগুলো হলো :-মহুয়া,মলুয়া দেওয়ানা মদিনা  , কঙ্কাবতী,চন্দ্রাবতী  ইত্যাদি


সাংসারিক লোককাহিনী: একটি ঘটনাকে কেন্দ্র করে সাংসারিক যে কাহিনী গড়ে ওঠে তাকে সাংসারিক কাহিনী বলে।
যেমন-স্বামী-স্ত্রী,বউ-শাশুরী,বউ- ননদী,ভাইয়ে-ভাইয়ে ইত্যাদি।

শিকল কাহিনী: যে সকল কাহিনী শিকলের মত গ্রথিত থাকে তাকে শিকল কাহিনী বলে।এ কাহিনীর ঘটনা সল্প এবং একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে।যেমন কাক ও চড়ুয়ের গল্প।


হাস্যকৌতুকময় লোককাহিনী: যেমন গোপাল ভাড়ের কাহিনী ।এ সমস্ত কাহিনীর প্রধান উদ্দেশ্য হাস্য উৎপাদন করা বা কৌতুক সৃষ্টি করা।


ভৌতিক লোককাহিনী:যে কাহিনীতে ভৌতিক চরিত্র থাকে বা যে কাহিনীর গল্প প্রেতাত্মা বা বিদেহী ভীতিপ্রদ চরিত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ভৌতিক লোককাহিনী বলে।


বোকাদের লোককাহিনী:আকারে ক্ষুদ্র,প্রকৃতিতে সরল যেসব কাহিনীতে মানুষের বোকামির চিত্র থাকে তাকে বোকাদের লোককাহিনী বলে।যেমন-নিজেকে না গুনে লোকসংখ্যা নিয়ে বিভ্রাট এর কাহিনী।

লোকগল্প:অপেক্ষাকৃত আধুনিক যে গল্পগুলো আকারে ক্ষুদ্র কিন্তু মানুষের ব্যক্তি জীবনের নানা ঘটনা নিয়ে গঠিত।যেমন:-সাংসারিক সমস্যা ,নারী-পুরুষের প্রেম,বিচ্ছেদ,বিশ্বাস ও বিশ্বাস ঘাতকতা,সমাজে শ্রেণী শাসন যার উপজীব্য।





No comments

Powered by Blogger.