কতিপয় বাংলা শব্দের উচ্চারণ
বাংলা ভাষায় প্রায়ই উচ্চারণ বিভ্রাট দেখা যায়।অনেকে স্টাইল করে বলতে গিয়ে ভুল উচ্চারণ করে আবার অনেকের উচ্চারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ভুল করে।অনেক ক্ষেত্রে অঞ্চলভেদে উচ্চারণে পার্থক্য দেখা যায়।যাইহোক,নিচে কিছু শব্দের উচ্চারণ দেওয়া হলো যেগুলো প্রায়ই আমরা ভুল উচ্চারণ করে থাকি।আশা করি আপনারা উপকৃত হবেন............
শব্দ উচ্চারণ শব্দ উচ্চারণ
অসীম (অশিম) সস্ত্রীক (শসত্রিক)
অধীর (অধির) সচিত্র (শচিতত্রো)
অবিনাশ (ওবিনাশ) সত্য (শোততো)
অধ্যক্ষ (ওদধোকখো) সদ্য (শোদদো)
অন্ত্যেষ্টি (অনতেশটি) দৈবজ্ঞ (দোইবোগগো)
অর্ঘ্য (অরঘো) মেঘদূত (মেঘ্ দুত)
অতনু (অতোনু) সমুত্থান (শমুতথান)
অক্ষ (ওকখো) মূঢ় (মুঢ়ো)
অভ্যাগত (ওবভাগতো) গূঢ় (গুঢ়ো)
যকৃত (জোকৃত্) দেয় (দ্যায়)
পণ (পন্) চিহ্ন (চিনহো)
রণ (রন্) হেন (হেনো)
ক্ষণ (খন্) কাল (কালো)
গণ (গন্) শেখান (শেখানো)
পড়-পড় (পড়ো-পড়ো) মর-মর (মরো-মরো)
ঝর-ঝর (ঝরো-ঝরো) ছল-ছল (ছলো-ছলো)
বাধ-বাধ (বাধো-বাধো) পঠিত (পোঠিতো)
চলিত চোলিতো) গীত (গীতো)(গিত্)
নীত ( নীতো) বৃহত্তম (বৃহততমো)
বৃহত্তর ( বৃহত্ তরো) দৈব (দোইবো)
মৃগ (মৃগো) কৃশ (কৃশো)
জ্ঞান (গ্যাঁন্) জ্ঞাপিত (গ্যাঁপিতো)
দেবকি (দেবোকি) তৈজস (তোইজশ্)
জন্ম (জন্ মো) জলধি (জলোধি)
যতন (জতোন) শারদা (শারোদা)
ক্রমশ: (ক্রোমোশো) দু:খ (দুক্ খো)
অধ:পতন (অধোপ্ পতোন্) অত:পর (অতোপ্ পর্)
অন্ত:সার (অন্ তোশ্ শার) দু:সময় (দুশ্ শময়্)
পুন:পুন: (পুনোপ্ পুনো) পূর্বাহ্ণ (পুর্ বান্ হো)
ব্রহ্মা (ব্রোম্ হা) আহ্লাদ (আল্ হাদ্)
উদ্বাস্তু (উদ্ বাস্ তু) উদ্বাহু (উদ্ বাহু)
দিগ্বলয় (দিগ্ বলয়্) স্মরণ (শঁরোন্)
শ্মশান (শঁশান) স্মৃতি (সৃঁতি)
সূক্ষ্ম (শুক্ খো) যুগ্ম (যুগ্ মো)
বাল্মীকি (বাল্ মিকি) কুষ্মান্ড (কুশ্ মান্ ডো)
ব্যতিক্রম (বেতিক্ ক্রোম্) জিহ্বা (জিব্ ভা)
আহ্বান (আব্ ভান্) বিহ্বল (বিব্ ভল)
উহ্য (উজ্ ঝো) গহ্বর (গব্ ভর)
গ্রীষ্ম (গ্রিশ্ শোঁ) গুণপনা (গুনোপনা)
একতম (একোতমো) দেশপ্রেম (দেশোপপ্রেম)
জনপ্রিয় (জনোপ্ প্রিয়ো) জয়ধ্বনি (জয়োদ্ ধোনি)
চমৎকার
ReplyDelete