বিরাম চিহ্ন
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ছেদ চিহ্ন,যতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলে ।বাংলা সাহিত্যে প্রথম বিরাম চিহ্নের সার্থক প্রয়োগ ঘটান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ভাষায় প্রধানত ১৪ টি বিরাম চিহ্নের প্রয়োগ রয়েছে।কোন চিহ্ন কোথায় ব্যবহার হবে,কোথায় কতটুকু থামতে হবে তার বর্ণণা দেওয়া হলো-
বিরাম চিহ্নের নাম ও আকৃতি বিরতিকাল
কমা বা পাদচ্ছেদ ( , ) এক বলতে যে সময় লাগে
উদ্ধরণ চিহ্ন ( ’’’’ ) ”এক” উচ্চারণে যে সময় লাগে
উদ্ধরণ চিহ্ন ( ’’’’ ) ”এক” উচ্চারণে যে সময় লাগে
সেমিকোলন ( ; ) এক বলার দ্বিগুণ সময়
দাড়ী ( । ) এক সেকেণ্ড
প্রশ্নবোধক চিহ্ন ( ? ) ঐ
বিস্ময়সূচক চিহ্ন ( ! ) ঐ
কোলন ( : ) ঐ
ড্যাস ( _ ) ঐ
কোলন ড্যাস ( :- ) ঐ
হাহফেন (- ) থামার প্রয়োজন নেই
ইলেক বা লোপ চিহ্ন ( ' ) থামার প্রয়োজন নেই
ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন (),{},[] থামার প্রয়োজন নেই
ধাতুদ্যোতক বা টিক চিহ্ন
পরবর্তী রুপবোধক চিহ্ন >
পূর্ববর্তী রুপবোধক চিহ্ন <
কমা বা পাদচ্ছেদ ( , ) এর ব্যবহার :
ক) এক জাতীয় শব্দ পাশাপাশি বসলে তাতে পর পর কমা ব্যবহৃত হয়;যেমন-গরু,ঘোড়া,উঠ,গাধা ।করিম সাহসী,সত্যবাদী ,চতুর,বলবান ও ন্যায়পরায়ণ।
খ) সম্বোধন পদের পর কমা বসে ।যেমন-বন্ধুগণ,জ্ঞান বিস্তার আমাদের জীবনের ব্রত হোক।
গ) এক শ্রেণীর শব্দ জোড়ায় জোড়ায় ব্যবহৃত হলে কমা বসে ।যেমন- ধনী বা দরিদ্র,সবল বা দূর্বল
সেমিকোলন(;):-
ক)কমার চাইতে একটু বেশী বিরাম বুঝালে সেমিকোলন ব্যবহৃত হয়।
খ)কি,না হয়,নতুবা ইত্যাদি খণ্ডবাক্যের পরে সেমিকোলন বসে।
প্রশ্নবোধক চিহ্ন ( ? ) ঐ
বিস্ময়সূচক চিহ্ন ( ! ) ঐ
কোলন ( : ) ঐ
ড্যাস ( _ ) ঐ
কোলন ড্যাস ( :- ) ঐ
হাহফেন (- ) থামার প্রয়োজন নেই
ইলেক বা লোপ চিহ্ন ( ' ) থামার প্রয়োজন নেই
ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন (),{},[] থামার প্রয়োজন নেই
ধাতুদ্যোতক বা টিক চিহ্ন
পরবর্তী রুপবোধক চিহ্ন >
পূর্ববর্তী রুপবোধক চিহ্ন <
কমা বা পাদচ্ছেদ ( , ) এর ব্যবহার :
ক) এক জাতীয় শব্দ পাশাপাশি বসলে তাতে পর পর কমা ব্যবহৃত হয়;যেমন-গরু,ঘোড়া,উঠ,গাধা ।করিম সাহসী,সত্যবাদী ,চতুর,বলবান ও ন্যায়পরায়ণ।
খ) সম্বোধন পদের পর কমা বসে ।যেমন-বন্ধুগণ,জ্ঞান বিস্তার আমাদের জীবনের ব্রত হোক।
গ) এক শ্রেণীর শব্দ জোড়ায় জোড়ায় ব্যবহৃত হলে কমা বসে ।যেমন- ধনী বা দরিদ্র,সবল বা দূর্বল
সেমিকোলন(;):-
ক)কমার চাইতে একটু বেশী বিরাম বুঝালে সেমিকোলন ব্যবহৃত হয়।
খ)কি,না হয়,নতুবা ইত্যাদি খণ্ডবাক্যের পরে সেমিকোলন বসে।
No comments