বাক্য সঙ্কোচন
কোনও বাক্য কিংবা দীর্ঘ্
বাক্যাংশ সঙ্কুচিত হয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বাক্য সঙ্কোচন বলে।বাক্য সঙ্কোচনের
ফলে ভাষা সংক্ষিপ্ত,শ্রুতিমধুর,গাঢ় ও সৌষ্ঠবমণ্ডিত হয়।পরিভাষা গঠনেও সাহায্য করে।ভাষায়
বাক্য সঙ্কোচনের গুরুত্ব অপরিসীম।
অনুমান
করা যায় না যা অননুমেয়
অরিকে দমন করে যে অরিন্দম
অশ্বের ডাক হ্রেষা
অঘটন ঘটাতে অতিশয় পটু অঘনটনঘটন পটিয়সী
অহম(বা নিজ)সম্বন্ধে অতি চেতনার ভাব অহমিকা
অনেকের মধ্যে এক অন্যতম
অক্ষির সম্মুখে প্রত্যক্ষ
অক্ষির অগোচরে পরোক্ষ
অন্য গতি না থাকায় অগত্যা
আ
আয় অনুসারে ব্যয় করে যে মিতব্যয়ী
আট প্রহর যা পরা যায় আটপৌরে
আরাধনার যোগ্য আরাধ্য
আপনার রং যে লুকায় বর্ণ্ চোরা
আদি থেকে অন্ত পরযন্ত আদ্যোপ্রান্ত
আকাশে গমন করে যে বিহঙ্গ
ই,ঈ,উ,ঊ
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা
ইন্দ্রজাল জানে যে ঐন্দ্রজালিক
ঈশ্বর আছে যিনি বিশ্বাস করেন না নাস্তিক
ঈষৎ উষ্ণ কবোষ্ণ
উত্তর দিক থেকে প্রবাহিত উত্তুরে
উপকারীর অপকার করে যে কৃতঘ্ন
উপকার করার ইচ্ছা উপচিকীর্ষা
একই সময়ে বর্তমান সমসাময়িক
একই মাতার গর্ভজাত সহোদর
এক বিষয়ে নিবির চিত্ত যার একাগ্রচিত্ত
একই গুরুর শিষ্য সতীর্থ
একবারে দেয় এককালীন
এক বিষয়ে নিষ্ঠাবান একনিষ্ঠ
এক শাসকের অধীন একচ্ছত্র
এক এবং অদ্বিতীয় একমেবাদ্বিতীয়ম্
একটির পর একটি করে বাদ দিয়ে অবস্থিত একান্তর
ক
করার ইচ্ছা চিকীর্ষা
কোকিলের ডাক কুহু
কর্মে ক্লান্তি নেই যার অক্লান্তকর্মী
কাজে অভিজ্ঞতা আছে যার করিতকর্মা
কাজ শিখছে যে শিক্ষানবীশ
কণ্ঠের সমীপে উপকণ্ঠ
কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ
খ
খাওয়ার ইচ্ছা ক্ষুধা
খুব বেশী দীর্ঘ নয় নাতিদীর্ঘ
গ,ঘ
গৃহিনীর কাজ গিন্নীপনা
গিলবার ইচ্ছা জিগরিষা
গমনের ইচ্ছা জিগমিষা
গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা
গুলি ছোড়া অভ্যাসে লক্ষ বস্তুু চাঁদমারি
ঘৃণার যোগ্য ঘৃণ্য,ঘৃণার্হ
ঘাম থেকে উৎপন্ন ঘামাচি
চ,ছ
চক্ষু দ্বারা গৃহীত যা চাক্ষুষ
চৈত্র মাসের ফসল চৈতালি
চর্বিত চর্বন প্রক্রিয়া রোমন্থন
চারদিকে বা সকল কাজে পারদর্শী চৌকস
চোখে চোখে রাখা হয়েছে যাকে নজরবন্দী
জ,ঝ
জয় করবার ইচ্ছা জিগীষা
জয়ের জন্য যে উৎসব জয়ন্তী
জানু পর্যন্ত লম্বিত আজানুলম্বিত
জীবিত থেকেও মৃত জীবন্মৃত
জনকের কন্যা জানকী(সীতা)
জীবিত থাকার ইচ্ছা জিজীবিষা
জানার ইচ্ছা জিজ্ঞাসা
জায়া ও পতি দম্পতি
জটা আছে যাতে জটিল
ঢ
ঢাকায় উৎপন্ন ঢাকাই
ত,থ
তবলা বাজায় যে তবলচী
তুলার দ্বারা তৈরী তুলট
দ,ধ
দিবসের প্রথম ভাগ পূবাহ্ণ
দিবসের মধ্য ভাগ মধ্যাহ্ন
দিবসের অপর ভাগ অপরাহ্ণগমনের ইচ্ছা জিগমিষা
গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা
গুলি ছোড়া অভ্যাসে লক্ষ বস্তুু চাঁদমারি
ঘৃণার যোগ্য ঘৃণ্য,ঘৃণার্হ
ঘাম থেকে উৎপন্ন ঘামাচি
চ,ছ
চক্ষু দ্বারা গৃহীত যা চাক্ষুষ
চৈত্র মাসের ফসল চৈতালি
চর্বিত চর্বন প্রক্রিয়া রোমন্থন
চারদিকে বা সকল কাজে পারদর্শী চৌকস
চোখে চোখে রাখা হয়েছে যাকে নজরবন্দী
জ,ঝ
জয় করবার ইচ্ছা জিগীষা
জয়ের জন্য যে উৎসব জয়ন্তী
জানু পর্যন্ত লম্বিত আজানুলম্বিত
জীবিত থেকেও মৃত জীবন্মৃত
জনকের কন্যা জানকী(সীতা)
জীবিত থাকার ইচ্ছা জিজীবিষা
জানার ইচ্ছা জিজ্ঞাসা
জায়া ও পতি দম্পতি
জটা আছে যাতে জটিল
ঢ
ঢাকায় উৎপন্ন ঢাকাই
ত,থ
তবলা বাজায় যে তবলচী
তুলার দ্বারা তৈরী তুলট
দ,ধ
দিবসের প্রথম ভাগ পূবাহ্ণ
দিবসের মধ্য ভাগ মধ্যাহ্ন
দিবসের শেষ ভাগ সায়াহ্ন
দেখার ইচ্ছা দিদৃক্ষা
দান করার ইচ্ছা দিৎসা
দনুর পুত্র দানব
ধনুকের শব্দ টংকার
ন
নদী যে দেশের মায়ের মত নদীমাতৃক
নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা
নৌ চলাচলের যোগ্য নাব্য
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে নিদাঘ
প,ফ
পান করার ইচ্ছা পিপাসা
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা
পথের সম্বল পাথেয়
পরিণাম ভেবে দেখে না যে অপরিণামদর্শী
পট আকে যে পটুয়া
ফুল থেকে জাত ফুলেল
ফেলা যায় যা ফেলনা
ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি
ব
বেশি কথা বলে যে বাচাল
বলার ইচ্ছা বিবক্ষা
বাস করার ইচ্ছা বিবৎসা
বমন করার ইচ্ছা বিবমিষা
বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা
বাঘের চামড়া কৃত্তি
বীণার ঝঙ্কার নিক্বণ
ভ,ম,য
ভোজন করার ইচ্ছা বুভুক্ষা
মশাল বহন করে যে মশালচী
মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা
মৃতের মত অবস্তা যার মুমূর্ষা
যা বলা হয়েছে উক্ত
যা বলা হয়নি অনুক্ত
যা বপন করা হয়েছে উপ্ত
যা জ্বলে উঠেছে উদ্দীপ্ত
যা ধ্যানের যোগ্য ধ্যেয়
যা বিচার দ্বারা স্থির করা যায় না অপ্রতর্ক্য
যেখানে মাছি পর্যন্ত নেই নির্মক্ষিক
যুদ্ধ করার ইচ্ছা যুযুৎসা
No comments