বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
”কত রুপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,
বিদেশের ঠাকুর ফেলিয়া।।”
স্বদেশ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
”সুখ সুখ”বলে তুমি,কেন কর
হা-হুতাশ,
সুখ ত পাবে না কোথা,বৃথা সে
সুখের আশা!”
সুখ
কায়কোবাদ
”পথিক!তুমি পথ হারাইয়াছো?”
“তুমি অধম তাই বলিয়া আমি
উত্তম হইবো না কেন?”
কপালকুণ্ডলা
”যে কখনো কাঁদেনি তার সুখকে
কখনো বিশ্বাস করিও না”
মৃণালিনী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
”সেই ক্ষুব্ধ অন্ধকারে,মরুত
গর্জনে,
কার অন্বেষণে?
সে নহে বন্দনা-গীতি,ভয়ার্ত্-ক্ষুধার্ত্
খুঁজিছে স্বজন।”
মানব-বন্দনা
অক্ষয়কুমার বড়াল
” নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহিরে,
ওগো আজ তোরা যাসনে
ঘরের বাহিরো।।”
আষাঢ়
রবীন্দ্রনাথ ঠাকুর
”অনেক করে বাসতে ভালো পারেনি
মা তখন যারে
আজ অবেলায় তারেই মনে পরছে
কেন বারে বারে”
কাজী নজরুল ইসলাম
”এমন দিনে তারে বলা যায়,এমন
ঘনঘোর বরিষায়”
রবীন্দ্রনাথ ঠাকুর
”ঠিক যেন ফুলদানীতে ভিজিয়ে
রাখা বাসি ফুলের মত
একটুখানি স্পর্শ্ পেলেই যেন ঝরে যাবে”
বিলাসী
শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
No comments