এই সুন্দর ফুল সুন্দর ফল | গজল | কাজী নজরুল ইসলাম



       এই সুন্দর ফুল, সুন্দর ফল         

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরণ। গল্প উপন্যাস, ছড়া, কবিতা, সংগীত, গজল সব ক্ষেত্রেই তার অসমান্য প্রতিভার পরিচয় পাওয়া যায়। বাংলা নাত বা গজলে তিনি স্রষ্টা ও তার রাসূলকে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার বিখ্যাত কিছু গজল.... 

তাওহীদেরই মুর্শিদ আমার  মুহাম্মদের নাম 

মসজিদেরই পাশে আমার কবর দিও  ভাই      

এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায় 

আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়

এরকম আরো অনেক বিখ্যাত গজল 


যুগে যুগে বাঙালি মুসলিমদের কণ্ঠে তার সেই গজল গুলো ধ্বনিত হয়েছে সবসময়। তেমনই একজনের কণ্ঠে এই সুন্দর ফুল, সুন্দর ফল গজলটির ভিডিও দেওয়া হলো 

অসাধারণ সুন্দর এই গজলটি একবার শুনে যাবেন দয়া করে। 


     পুরো গজলটি এখানে শুনুন  


                                                            

1 comment:

Powered by Blogger.