শাওয়াল মাসের ছয় রোজায় ডাবল সওয়াব পাওয়ার উপায়। শায়খ আহমাদুল্লাহ।

 

শাওয়াল মাসের  ছয় রোজায় দ্বিগুণ সওয়াব লাভের উপায় |আহমাদুল্লাহ



রমাদানের পরই হিজরি মাস শাওয়াল মাসের আগমন হয়। রমজান মাসের ৩০ রোজার পর এই মাসেও ছয়টি রোজা রাখতে হয়। এই ছয়টি রোজার ফজিলত অনেক। তবে রমাদানের মতো এই রোজা একটানা না করলেও চলে। ভেঙেভেঙে বাদ দিয়ে করা যায় । মূল কথা হলো পুরো মাসের মধ্যে ছয়টি রোজা পালন করলেই হবে। 

শাওয়াল মাসের  ছয় রোজা পালন করলে একবছর রোজা রাখার  মতোন সওয়াব পাওয়া যায়। 

শাওয়াল মাসের  এই ছয় রোজা পালন করে দ্বিগুণ সওয়াবও পাওয়া যায়। 

এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিও ট দেখুন। ধন্যবাদ                                            




No comments

Powered by Blogger.