বহুব্রীহি সমাস কি? উদাহরণ সহ আলোচনা।

                                           বহুব্রীহি সমাস


                                             

 বহুব্রীহি সমাসঃযে সমাসে সমস্তপদটি সমস্যমান পদ দুটির কোনটির অর্থ না বুঝিয়ে একটি তৃতীয় অর্থের দ্যোতনা করে তাকে  বহুব্রীহি সমাস।যেমন-

বহুব্রীহি (ধান ) আছে যার=বহুব্রীহি।
নীল কণ্ঠ যার=নীলকণ্ঠ (শিব)


কানে কানে যে কথা=কানাকানি
চুলে চুলে ধরে যে লড়াই=চুলাচুলি
হাতে হাতে যে লড়াই=হাতাহাতি
লাঠিতে লাঠিতে যে লড়াই=লাঠালাঠি
দণ্ডে দণ্ডে যে যুদ্ধ=দণ্ডযুদ্ধ
গলায় গলায় যে ভাব=গলাগলি
কেশে কেশে ধরে যে লড়াই=কেশাকেশি
তপঃ ধন যার=তপোধন
পূণ্য আত্মা যার=পুণ্যাত্মা
বদ মেজাজ যার=বদমেজাজি
পোড়া কপাল যার=পোড়াকপালি
নীল কণ্ঠ যাও= নীলকণ্ঠ
পীত অম্বর যার=পীতাম্বর
কৃত বিদ্যা যার=কৃতবিদ্য
আয়ত লোচন যার=আয়তলোচন
অল্প বয়স যার=অল্পবয়সী 
মহৎ মন যার = মহামন
সমান গোত্র যার=সগোত্র
কু আকার যার=কদাকার
মহা বল যার=মহাবল
ভার্যা প্রিয় যার=ভার্যাপ্রিয়
বদ নসিব যার=বদনসিব
পাপে মতি যার=পাপমতি
আশীতে বিষ যার=আশীবিষ 
দশ আনন যার=দশানন
চন্দ্র চূড়ায় যার=চন্দ্রচূড়
বীণা পাণিতে যার-বীণাপাণি
ছন্ন মতি যার=মতিচ্ছন্ন
রত্ন খচিত যাতে=রত্ন খচিত
বিমুগ্ধ নয়ন যার=বিমুগ্ধনয়ন
এলো কেশ যার=এলোকেশী
রক্ত নেত্র যার=রক্তনেত্র
পাঁচ বাণ যার=পাঁচবাণ(কন্দর্প)
লাল পাড় যাতে=লালপেড়ে
কটা চোখ যার=কটাচোখো
এক রোখ যার=একরোখা
হত ভাগ্য যার=হতভাগা
তার নেই যার =বেতার
নেই ঈমান যার=বেঈমান
নেই হিসাব যার=বেহিসাবি
আদব জানে না যে=বেয়াদব
নেই মল যার=নির্মল
ঘরে মুখ যার=ঘরমুখো
খড়গ হস্তে যার=খড়গহস্ত
শূল পাণিতে যার=শূলপাণি
উর্ণ নাভিতে যার=উর্ণ্নাভ
বজ্র নখে যার=বজ্রনখ
কমল মুখে যার=কমলমুখ
সমান তীর্থ যার=সতীর্থ
লজ্জার সঙ্গে বর্তমান=সলজ্জ
পরিবারের সঙ্গে বর্তমান=সপরিবার
বিশাল অক্ষি যার=বিশালাক্ষ
পদ্ম নাভিতে যার=পদ্মনাভ
মৃতা পত্নী যার=বিপত্নীক
নেই অর্থ যার=নিরর্থক
নদী মাতা যার=নদীমাতৃক
যুবতী জায়া যার=যুবজানি
পয় নেই যার=অপয়া
নেই অন্ত যার=অনন্ত
পাঁচ হাত পরিমাণ যার=পাঁচহাতি
সোনার মত মুখ যার=সোনামুখো
বিড়ালের মত চোখ যার=বিড়াল-চোখো
কানে খাট যে=কানে খাট
গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে =গায়েহলুদ
জলের সঙ্গে বর্তমান=সজল
নেই বোধ যার=অবোধ
হাতে খড়ি দেয় যে অনুষ্ঠানে =হাতেখড়ি
হাতে ছড়ি যার=হাতে ছড়ি
হাজির নয় যে =গরহাজির
সুন্দর হৃদয় যার=সুহৃদয়
মীনের অক্ষির ন্যায় অক্ষি যার=মীনাক্ষি
চাঁদের মত বদন যার=চাঁদবদন
মৃগের ন্যায় নয়ন যার=মৃগয়ন
বিশ মণ ওজন যার=বিশমণি
গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে=গোঁফখেজুরে
বিশ গজ পরিমাণ যার =বিশগজি
রক্তে রক্তে যে লড়াই=রক্তারক্তি
হাসিতে হাসিতে যে ক্রিয়া=হাসাহাসি
কোলে কোলে যে মিলন=কোলাকুলি
আট প্রহরের উপযুক্ত=আটপৌরে







No comments

Powered by Blogger.