উদাহরণসহ সম্প্রদান কারক ।।বাংলা গ্রামার
সম্প্রদান কারক
যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা সাহায্য করা হয় ,তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে।
শুধুমাত্র স্বত্ব ত্যাগ (একেবারে দিয়ে দেওয়া) করে দিলেই সম্প্রদান কারক হবে ।
যেমনঃভিক্ষুক কে ভিক্ষা দাও।
এটি সম্প্রদান কারকের উদাহরণ কারণ এখানে স্বত্ব ত্যাগ করে দেওয়া হচ্ছে আর ফিরে পাওয়া যাবে না।আবার স্বত্ব ত্যাগ করে না দিলে সম্প্রদান কারক হবে না ,তখন হবে কর্মকারক ।যেমনঃ
ধোপাকে কাপড় দাও ।এটি কর্মকারক ।কারণ এখানে স্বত্ব ত্যাগ করে দেওয়া হচ্ছে না ।আবার ফিরে পাওয়া যাবে তাই এটি সম্প্রদান কারক নয়।
অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না,কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়।
সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
ক)চতুর্থী বা কে বিভক্তি ঃ ভিখারীকে ভিক্ষা দাও।
খ)সপ্তমী বা এ বিভক্তিঃ সৎপাত্রে কন্যা দান কর।সমিতিতে চাঁদা দাও।অন্ধজনে দেহ আলো,মৃত জনে দেহ প্রাণ।
নিমিত্তার্থে 'কে'বিভক্তি যুক্ত হলে,সেখানে চতুর্থী বিভক্তি হয়।যেমন ঃ'বেলা যে পড়ে এল,জলকে চল।
সম্প্রদান কারকের উদাহরণ
সর্বশিষ্যে জ্ঞান দেন গুরুমহাশয়। সম্প্রদানে ৭মী
না মরে পাষাণ নাপ দিলা হেন বরে। সম্প্রদানে ৭মী
প্রিয়জনে যা দিতে পাই,তাই দিই দেবতারে। সম্প্রদানে ৭মী,সম্প্রদানে ৪র্থী
তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সম্প্রদানে ৭মী
অন্ধজনে দয়া কর। সম্প্রদানে ৭মী
সকল কর্মফল ভগবানে অর্পণ কর। সম্প্রদানে ৭মী
সৈন্যদল যুদ্ধে যাইতেছে। সম্প্রদানে ৭মী
দরিদ্র ধনীকে ঈর্ষা করে। সম্প্রদানে ৪র্থী
টাকার লোভ ভালো নয়। সম্প্রদানে ৬ষ্ঠী
পূজিয়ে দেবতাগণে সম্প্রদানে ৭মী
তারা তীর্থে যাত্রা করল। সম্প্রদানে ৭মী
সর্বভূতে ধন দাও। সম্প্রদানে ৭মী
আমায় একখানা বস্ত্র দাও। সম্প্রদানে ৭মী
চিররোগী কি আশায় বাঁচে? সম্প্রদানে ৭মী
গত বিষয়ের জন্য শোক করিও না। সম্প্রদানে ৬ষ্ঠী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। সম্প্রদানে ৬ষ্ঠী
শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান সম্প্রদানে ৬ষ্ঠী
No comments