সমার্থক শব্দ/বাংলা ব্যকরণ।
একই অর্থবিশিষ্ট শব্দগুলোকে সমার্থক শব্দ বলে।
অগ্নি ঃ আগুন , অনল , পাবক , বহ্নি , বায়ুসখা , বিভাবসু , হুতাশ , হুতাশন , হুতভুক , হুতামাহ , দাহন , দহন, হোমাগ্নি , বৈশ্বানর , কৃশানু , সর্বভুক ,সর্বশুচি ।
অনঙ্গ ঃ মদন , মনসিজ , ফুলশর , পুষ্পধন্বা , মনোজ , ফুলধনু ,
অন্নদা ঃ অন্নদাত্রী , অন্নপূণা , ভগবতী , দুর্গা , উমা , পার্বতী , শিবপত্নী , জগদম্বা , জগন্মাতা , অপর্ণা ।
অতিশয় ঃ অত্যন্ত , নিতান্ত , অতি , অতীব , অধিক , অত্যধিক , পরম , অতিমাত্র , একান্ত , সাতিশয়
অন্ধকার ঃ আঁধার , আন্ধার , আঁধিয়ার , তিমির , তমিস্র , তমঃ।
অপবাদ ঃ নিন্দা , কুৎসা , দুর্নাম , বদনাম ।
অনঙ্গ ঃমদন, মনোজ মনসিজ, ফুলশর ,ফুলধনু, কামদেব, কন্দর্প, মন্মথ, স্মর, মনোভব,
মকরকেতন,মকরকেতু , মীনকেতন,মীনধবজ,মকরধবজ, রতিপতি ,অতনু,
পঞ্চশর,
আকাশ ঃগগন,ব্যোম,নভঃ,নভোমণ্ডল,আসমান,অম্বর,অন্তরীক্ষ,শূন্য,দ্যু,ছায়ালোক,।
আনন্দ ঃসুখ,পুলক,সন্তোষ,তৃপ্তি,হষ,আহ্লাদ,আমোদ।
আদেশ ঃহুকুম,আজ্ঞা,অনুজ্ঞা,অনুমতি,,অনুশাসন,উপদেশ,নির্দেশ,নিয়োগ।
ইচ্ছা ঃবাসনা,অভিলাষ,সাধ,কামনা,আগ্রহ,আকাঙ্ক্ষা,অভিপ্রায়,অভিরুচি,মনোরথ।
ঈশ্বর ঃবিধাতা,বিধি,বিভু,জগদীশ,জগদীশ্বর,জগতপতি,জগবন্ধু,জগন্নাথ,সৃষ্টিকর্তা,স্রষ্টা,
প্রভু,ধাতা,প্রজাপতি,স্বয়ম্ভু, ঈশ।
ইতি ঃসমাপ্তি,অবসান,শেষ,রফা।
ঈর্ষা ঃহিংসা,দ্বেষ,বিদ্বেষ,বিরাগ,বৈরভাব,বৈরিতা,অসূয়া,অপ্রীতি,পরশ্রীকাতরতা।
উত্তম ঃভাল,সর্বশ্রেষ্ঠ,শ্রেষ্ঠ,উপাদেয়,উতকৃষ্ট।
উজ্জল ঃআলোকিত,ঝলমলে,দীপ্ত,প্রদীপ্ত,চকচকে।
উচ্ছেদ ঃস্থানচ্যুতি,উতপাটন,বিনাশ।
উত্থান ঃঅভ্যুদয়,আবির্ভাব,বিদ্রোহ,ওঠা।
উগ্র ঃরূঢ়,কর্কশ,তীব্র,প্রখর,ভয়ানক,প্রচণ্ড।
কন্যা ঃমেয়ে,তনয়া,দুহিতা,দুলালী,নন্দিনী।
কর্ণ ঃকান,শ্রবণ পথ,শ্রুতি,শ্রবণেন্দ্রিয়।
কপাল ঃললাট,ভাল,ভাগ্য,অলিক,নিয়তি,অদৃষ্ট।
কথা ঃ উক্তি,বচন,বাক্য,বাণী,গল্প,আখ্যান।
কেশ ঃচুল,কুন্তল,চিকুর,অলক,কেশদাম।
কলহ ঃঝগড়া,বিবাদ,বিরোধ,দ্বন্দ্ব,যুদ্ধ,অমিল।
কিরণ ঃকর,আলো,জ্যেতি,প্রভা,দীপ্তি,আলোক,ময়ূখ,অংশু,রশ্মি,বিভা।
কালো ঃকৃষ্ণবণ,শ্যামল,শ্যাম,অসিত।
কাজল ঃকজ্জল,সুরমা,ভুসা,কালিমা।
কুল ঃবংশ,কৌলীন্য,গৃহ,সমাজ,কুলধম,আবাস,জাতি,।
কূল ঃতট,তীর,কিনারা,আশ্রয়।
কোটাল ঃপ্রহরী,নগর রক্ষক,কোতোয়াল।
কোপ ঃরাগ,বিরাগ,রোষ,গোসা,উষ্মা।
কুহক ঃমায়া,ইন্দ্রজাল,ভেলকি,প্রতারণা,ছলনা,ছল।
খড়গ ঃঅসি,কৃপাণ,তরবারি,শমশের,তলোয়ার।
খর ঃপ্রখর,তীক্ষ্ণ,ধারাল,প্রবল,তীব্র,ককশ,রূঢ়,নিশিত,শানিত।
খাঁটি ঃবিশুদ্ধ,আসল,ভেজালহীন,সত্য,সার,অবিকৃত।
খবর ঃবাতা,সংবাদ,সন্ধান,সমাচার,সন্দেশ,তত্তাবধান,তথ্য,খোঁজ।
খারাপ ঃমন্দ,কু,বদ,নিকৃষ্ট,অশ্লীল,রুক্ষ,উগ্র।
গরু ঃগো,গাভী,ধেনু,পয়স্বিনী.।
গৃহ ঃঘর,ধাম,আবাস,আলয়,নিলয়,নিকেতন,ভবন,সদন,বাড়ি,বাটী,নিবাস,আগার,কক্ষ,
আশ্রয়,নিকেত।
গঙ্গা ঃভাগীরথী,জাহ্নবী,জহ্নুকন্যা,সুরধুনী।
চক্ষু ঃআঁখি,চোখ,অক্ষি,নয়ন,নেত্র,লোচন,দৃক,দৃষ্টি,ঈক্ষণ,দর্শন।
চঞ্চল ঃচপল,ব্যাকুল,বিচলিত,ছটফটে,অস্থির।
চতুর ঃবুদ্ধিমান,নিপুণ,কুশল,ঠগ,ধূর্ত,চালাক।
জল ঃপানি,পানীয়,বারি,সলিল,পয়ঃ,নীর,অম্বু,উদক,জীবন,অপ,তোয়,অম্ভঃ,অর্ণঃ।
ঢেউ ঃঊর্মি,বীচি,তরঙ্গ।
তট ঃতীর,কূল,পাড়,ধার,কিনারা,পুলিন,সৈকত,চড়া।
দেবতা ঃদেব,ত্রিদশ,অমর,অজর,ঠাকুর,ঈশ্বর,সুর।
দিন ঃদিবস,দিবা,দিনমান,অহন,অহ্ন,অহঃ,বাসর।
দেহ ঃগা,গাত্র,অঙ্গ,তনু,কায়া,বপু,কলেবর,কায়।
দোকান ঃবিপণি,আপণ,পণ্যগৃহ,পণ্যবিচিত্রা,পণ্যশালা।
দীন ঃদরিদ্র,হীন,অভাবগ্রস্ত,অভাবযুক্ত,গরিব,কাতর।
দাস ঃভৃত্য,চাকর,ক্রীতদাস,অধীন,গোলাম,বেতনভুক,পরিচারক,বেতনভোগী,অনুগত।
ধন ঃঅর্থ,বৈভব,বিভব,বিভূতি,সম্পদ,সম্পত্তি,নিধি,ঐশ্বর্য,বিত্ত,টাকাকড়ি।
ধীর ঃমন্থর,মৃদু,অচঞ্চল,শান্ত,নম্র,বিবেচক,স্থির,গম্ভীর,ধৈর্যশীল,স্থিরবুদ্ধি।
নারী ঃরমণী,স্ত্রীলোক,বামা,রামা,অবলা,মহিলা,অঙ্গনা,বনিতা,কামিনী,ভামিনী,ললনা,কান্তা,
সীমন্তিনী,জায়া,পত্নী।
নর ঃপুরুষ,মানুষ,মানব,মনুষ্য,জন,লোক,মরদ,মর্দ,ব্যক্তি।
নদী ঃস্রোতস্বিনী,তরঙিগনী,প্রবাহিণী,শৈবলিনী,কল্লোলিনী,তটিনী,গাঙ,সরিত,স্রোতস্বতী,নির্ঝরিণী
,স্রোতোবহা,পয়স্বিনী।
পর্বত ঃপাহাড়,অচল,গিরি,ভূধর,শৈল,অদ্রি, নগ,শৃঙ্গী,শিখরী,মহীধর,শৃংগধর,মহীধ্র,ভূভৃত।
পদ্ম ঃকুমুদ,পুষ্পকর,রাজীব,সরোজ,সরসিজ,কমল,নলিন,উতপল,শতদল,কুবলয়,তামরস,
অরবিন্দ,সরোরুহ, ইন্দীবর,কোকনদ,পুন্ডরীক।
পাখি ঃপক্ষী,বিহগ,শকুন্ত,দ্বীজ,খচর,খগ,খেচর।
পাপ ঃকলুষ,দুরিত,অধর্ম,কুকর্ম,।
পুণ্য ঃধর্ম,শ্রেয়,পবিত্র,সুকৃতি।
পুত্র ঃছেলে,তনয়,সুত,দুলাল,আত্মজ,সূনু,অঙ্গজ,নন্দন।
পিতা ঃআব্বা,বাবা,বাপ,পিতা,জনক,জনিতা,জনয়িতা,জন্মদাতা।
পুষ্প ঃফুল,কুসুম,প্রসূন,রঙ্গন।
পাথর ঃপাষাণ,শিলা,অশ্ম,উপল,মণি।
বন ঃঅরণ্য,জঙ্গল,কানন,বিপিন,কুঞ্জ,কান্তার,অটবী,উপবন,বনানী,গহন।
বিদ্যুৎ ঃবিজলি,তড়িত,ক্ষণপ্রভা,সৌদামিনী,চপলা,চঞ্চলা,দামিনী,শম্পা,অচিরপ্রভা।
বায়ু ঃবাতাস,বাত,অনিল,পবন,হাওয়া,সমীরণ,সমীর,মরুত,প্রভঞ্জন,গন্ধবহ,গন্ধবাহ।
বৃক্ষ ঃপাদপ,গাছ,তরু,বিটপী,দ্রুম,মহীরুহ,শাখী,শিখরী,পর্ণী।
বন্ধু ঃমিত্র,বান্ধব,সখা,সুহৃত,হিতৈষী,স্বজন,প্রিয়জন,প্রণয়ী।
বস্ত্র ঃকাপড়,বসন,বাস,অম্বর,পোশাক,পরিচ্ছদ,বেশ,পরিধেয়,আচ্ছাদন।
ভ্রমর ঃমধুলিট,মধুলিহ,মধুলেহ,মধুলেহী,মধুপ,মধুকর,অলি,ষটপদ,ভৃঙগ,শিলীমুখ,দ্বিরেফ,
মধুব্রত,ভোমরা,মৌমাছি,মধুভৃত,মধুমক্ষিকা।
ভার্যা ঃস্ত্রী,পত্নী,সহধমিণী,অর্ধাঙিগনী,দার,কলত্র,বনিতা,বধূ,বউ,জায়া,গৃহিণী,গিন্নী,দারা।
মাতা ঃআম্মা,জননী,প্রসূতি,মা,গর্ভধারিণী,জন্মদাত্রী,অম্বা,জনয়িত্রী,জনিকা,জনিত্রী।
মাটি ঃমৃত্তিকা,মৃৎ ,ভূতল,
ময়ূর ঃকেকী,শিখী,শিখণ্ডী,কলাপী,বর্হী।
মেঘ ঃবারিদ,জলদ,জলধর,তোয়দ,পয়োধর,নীরদ,তোয়ধর,বলাহক,জীমূত,ঘন।
মুকুল ঃকলি,কলিকা,কুড়ি,কোরক।
মৃত্যু ঃমরণ,নাশ,বিনাশ,নিধন,অন্ত,ইন্তেকাল,নিপাত,পরলোকগমন,দেহত্যাগ,মহাযাত্রা,
প্রাণত্যাগ,দেহক্ষয়,দেহপাত,দেহরক্ষা,মহাপ্রস্থান,মহানিদ্রা,স্বর্গারোহণ।
যুদধ ঃসমর,আহব,রণ,সংগ্রাম,লড়াই,বিগ্রহ,দ্বন্দ্ব।
রাজা ঃনরপাল,নৃপতি,নরেশ,ভূপ,ভূপতি,নরপতি,মহীন্দ্র,মহীপ,মহীপতি,নরেন্দ্র,মহীশ,
ক্ষিতীশ,শাসক।
রাত্রি ঃনিশি,নিশা,রাত,রজনী,যামিনী,শর্বরী,বিভাবরী,নিশীথিনী,ক্ষণদা,ত্রিযামা।
রব ঃধ্বনি,শব্দ,আওয়াজ,গুজব,নাদ,স্বন,নিনাদ,আরাব,আরব।
শত্রু ঃঅরি,বৈরী,রিপু,অরাতি,প্রতিপক্ষ,বিপক্ষ,দুশমন,বিদ্বেষী।
সাদা ঃশুভ্র,শ্বেত,শুক্ল,ধবল,নির্মল,শুচি,সিত,বিশদ,অরঞ্জিত,সহজ,সরল।
সর্প ঃঅহি,উরগ,ভুজগ,নাগ,ফণী,ফণাধর,আশীবিষ,বিষধর,সাপ,পন্নগ,বায়ুভুক,ফণধর।
সমুদ্র ঃসাগর,সিন্ধু,বারিধি,জলধি,অর্ণব,পারাবার,রত্নাকর,জলনিধি,নীলাম্বু,অম্বুধি,পয়োধি,
পাথার,বারীশ,উদধি,পয়োনিধি,জলধর,অম্বনিধি,তোয়ধি,তোয়নিধি,বারিনিধি,
বারীন্দ্র।
স্বর্ণ ঃসোনা,কনক,হিরণ্য,সুবর্ণ,হেম,হিরণ,কাঞ্চন।
স্বর্গ ঃসুরলোক,দেবলোক,দ্যু,দ্যুলোক,ত্রিদিব,ত্রিদশালয়,দেবাবাস,বেহেশত,অমরাবতী,
সুরপুর,সুরপুরী,জান্নাত,ইন্দ্রালয়,দেবভূমি,দিব্যলোক,দেবপরী।
সমূহ ঃগণ,নিচয়,চয়,বৃন্দ,সমুদয়,বর্গ,মালা,রাজি,সকল,পটল,পুঞ্জ,নিকর,রাশি,সমস্ত,দল,
শ্রেণি,পাল।
সিংহ ঃকেশরী,মৃগরাজ,মৃগেন্দ্র,পশুরাজ,হরি,হর্ষক্ষ।
সংযম ঃনিয়ম,নিয়ন্ত্রণ,নিগ্রহ,দমন,নিয়মন,রোধ,নিরোধ,ব্রত।
সূর্য ঃদিবাকর,প্রভাকর,ভাস্কর,রবি,তপন,সবিতা,দিনেশ,দিনমণি,দিননাথ,কিরণমালা,
অংশুমালী,ভানু,অর্ক, আদিত্য,মার্তণ্ড,অরুণ,মিহির,অর্ষমা,পুষা,বিভাবসু,বিবস্বান,
সূর,মিত্র,দিনপতি,ময়ূখমালী,বিভাকর,বালার্,দিবাবসু,দিনকর,হরিদশ্ব।
সুন্দর ঃমনোরম,মনোহর,শোভন,সুশোভন,সুদৃশ্য,চারু,রমণীয়,রম্য,শোভাযুক্ত,কমনীয়,
কান্তিমান,কান্তিমতী,লাবণ্যময়,কান্তিযুক্ত,সৌন্দর্যশালী,সুদর্শন,ললিত,সুদর্শ,সুকান্ত,সুচারু,
নয়নরঞ্জন,শোভাময়,সুরম্য।
হস্তী ঃহাতি,করী,গজ,নাগ,দন্তী,দ্বিপ,বারণ,মাতঙ্গ,কুঞ্জর,দ্বিরদ।
হস্ত ঃহাত,কর,বাহু,ভুজ,পাণি।
অগ্নি ঃ আগুন , অনল , পাবক , বহ্নি , বায়ুসখা , বিভাবসু , হুতাশ , হুতাশন , হুতভুক , হুতামাহ , দাহন , দহন, হোমাগ্নি , বৈশ্বানর , কৃশানু , সর্বভুক ,সর্বশুচি ।
অনঙ্গ ঃ মদন , মনসিজ , ফুলশর , পুষ্পধন্বা , মনোজ , ফুলধনু ,
অন্নদা ঃ অন্নদাত্রী , অন্নপূণা , ভগবতী , দুর্গা , উমা , পার্বতী , শিবপত্নী , জগদম্বা , জগন্মাতা , অপর্ণা ।
অতিশয় ঃ অত্যন্ত , নিতান্ত , অতি , অতীব , অধিক , অত্যধিক , পরম , অতিমাত্র , একান্ত , সাতিশয়
অন্ধকার ঃ আঁধার , আন্ধার , আঁধিয়ার , তিমির , তমিস্র , তমঃ।
অপবাদ ঃ নিন্দা , কুৎসা , দুর্নাম , বদনাম ।
অনঙ্গ ঃমদন, মনোজ মনসিজ, ফুলশর ,ফুলধনু, কামদেব, কন্দর্প, মন্মথ, স্মর, মনোভব,
মকরকেতন,মকরকেতু , মীনকেতন,মীনধবজ,মকরধবজ, রতিপতি ,অতনু,
পঞ্চশর,
আকাশ ঃগগন,ব্যোম,নভঃ,নভোমণ্ডল,আসমান,অম্বর,অন্তরীক্ষ,শূন্য,দ্যু,ছায়ালোক,।
আনন্দ ঃসুখ,পুলক,সন্তোষ,তৃপ্তি,হষ,আহ্লাদ,আমোদ।
আদেশ ঃহুকুম,আজ্ঞা,অনুজ্ঞা,অনুমতি,,অনুশাসন,উপদেশ,নির্দেশ,নিয়োগ।
ইচ্ছা ঃবাসনা,অভিলাষ,সাধ,কামনা,আগ্রহ,আকাঙ্ক্ষা,অভিপ্রায়,অভিরুচি,মনোরথ।
ঈশ্বর ঃবিধাতা,বিধি,বিভু,জগদীশ,জগদীশ্বর,জগতপতি,জগবন্ধু,জগন্নাথ,সৃষ্টিকর্তা,স্রষ্টা,
প্রভু,ধাতা,প্রজাপতি,স্বয়ম্ভু, ঈশ।
ইতি ঃসমাপ্তি,অবসান,শেষ,রফা।
ঈর্ষা ঃহিংসা,দ্বেষ,বিদ্বেষ,বিরাগ,বৈরভাব,বৈরিতা,অসূয়া,অপ্রীতি,পরশ্রীকাতরতা।
উত্তম ঃভাল,সর্বশ্রেষ্ঠ,শ্রেষ্ঠ,উপাদেয়,উতকৃষ্ট।
উজ্জল ঃআলোকিত,ঝলমলে,দীপ্ত,প্রদীপ্ত,চকচকে।
উচ্ছেদ ঃস্থানচ্যুতি,উতপাটন,বিনাশ।
উত্থান ঃঅভ্যুদয়,আবির্ভাব,বিদ্রোহ,ওঠা।
উগ্র ঃরূঢ়,কর্কশ,তীব্র,প্রখর,ভয়ানক,প্রচণ্ড।
কন্যা ঃমেয়ে,তনয়া,দুহিতা,দুলালী,নন্দিনী।
কর্ণ ঃকান,শ্রবণ পথ,শ্রুতি,শ্রবণেন্দ্রিয়।
কপাল ঃললাট,ভাল,ভাগ্য,অলিক,নিয়তি,অদৃষ্ট।
কথা ঃ উক্তি,বচন,বাক্য,বাণী,গল্প,আখ্যান।
কেশ ঃচুল,কুন্তল,চিকুর,অলক,কেশদাম।
কলহ ঃঝগড়া,বিবাদ,বিরোধ,দ্বন্দ্ব,যুদ্ধ,অমিল।
কিরণ ঃকর,আলো,জ্যেতি,প্রভা,দীপ্তি,আলোক,ময়ূখ,অংশু,রশ্মি,বিভা।
কালো ঃকৃষ্ণবণ,শ্যামল,শ্যাম,অসিত।
কাজল ঃকজ্জল,সুরমা,ভুসা,কালিমা।
কুল ঃবংশ,কৌলীন্য,গৃহ,সমাজ,কুলধম,আবাস,জাতি,।
কূল ঃতট,তীর,কিনারা,আশ্রয়।
কোটাল ঃপ্রহরী,নগর রক্ষক,কোতোয়াল।
কোপ ঃরাগ,বিরাগ,রোষ,গোসা,উষ্মা।
কুহক ঃমায়া,ইন্দ্রজাল,ভেলকি,প্রতারণা,ছলনা,ছল।
খড়গ ঃঅসি,কৃপাণ,তরবারি,শমশের,তলোয়ার।
খর ঃপ্রখর,তীক্ষ্ণ,ধারাল,প্রবল,তীব্র,ককশ,রূঢ়,নিশিত,শানিত।
খাঁটি ঃবিশুদ্ধ,আসল,ভেজালহীন,সত্য,সার,অবিকৃত।
খবর ঃবাতা,সংবাদ,সন্ধান,সমাচার,সন্দেশ,তত্তাবধান,তথ্য,খোঁজ।
খারাপ ঃমন্দ,কু,বদ,নিকৃষ্ট,অশ্লীল,রুক্ষ,উগ্র।
গরু ঃগো,গাভী,ধেনু,পয়স্বিনী.।
গৃহ ঃঘর,ধাম,আবাস,আলয়,নিলয়,নিকেতন,ভবন,সদন,বাড়ি,বাটী,নিবাস,আগার,কক্ষ,
আশ্রয়,নিকেত।
গঙ্গা ঃভাগীরথী,জাহ্নবী,জহ্নুকন্যা,সুরধুনী।
চক্ষু ঃআঁখি,চোখ,অক্ষি,নয়ন,নেত্র,লোচন,দৃক,দৃষ্টি,ঈক্ষণ,দর্শন।
চঞ্চল ঃচপল,ব্যাকুল,বিচলিত,ছটফটে,অস্থির।
চতুর ঃবুদ্ধিমান,নিপুণ,কুশল,ঠগ,ধূর্ত,চালাক।
জল ঃপানি,পানীয়,বারি,সলিল,পয়ঃ,নীর,অম্বু,উদক,জীবন,অপ,তোয়,অম্ভঃ,অর্ণঃ।
ঢেউ ঃঊর্মি,বীচি,তরঙ্গ।
তট ঃতীর,কূল,পাড়,ধার,কিনারা,পুলিন,সৈকত,চড়া।
দেবতা ঃদেব,ত্রিদশ,অমর,অজর,ঠাকুর,ঈশ্বর,সুর।
দিন ঃদিবস,দিবা,দিনমান,অহন,অহ্ন,অহঃ,বাসর।
দেহ ঃগা,গাত্র,অঙ্গ,তনু,কায়া,বপু,কলেবর,কায়।
দোকান ঃবিপণি,আপণ,পণ্যগৃহ,পণ্যবিচিত্রা,পণ্যশালা।
দীন ঃদরিদ্র,হীন,অভাবগ্রস্ত,অভাবযুক্ত,গরিব,কাতর।
দাস ঃভৃত্য,চাকর,ক্রীতদাস,অধীন,গোলাম,বেতনভুক,পরিচারক,বেতনভোগী,অনুগত।
ধন ঃঅর্থ,বৈভব,বিভব,বিভূতি,সম্পদ,সম্পত্তি,নিধি,ঐশ্বর্য,বিত্ত,টাকাকড়ি।
ধীর ঃমন্থর,মৃদু,অচঞ্চল,শান্ত,নম্র,বিবেচক,স্থির,গম্ভীর,ধৈর্যশীল,স্থিরবুদ্ধি।
নারী ঃরমণী,স্ত্রীলোক,বামা,রামা,অবলা,মহিলা,অঙ্গনা,বনিতা,কামিনী,ভামিনী,ললনা,কান্তা,
সীমন্তিনী,জায়া,পত্নী।
নর ঃপুরুষ,মানুষ,মানব,মনুষ্য,জন,লোক,মরদ,মর্দ,ব্যক্তি।
নদী ঃস্রোতস্বিনী,তরঙিগনী,প্রবাহিণী,শৈবলিনী,কল্লোলিনী,তটিনী,গাঙ,সরিত,স্রোতস্বতী,নির্ঝরিণী
,স্রোতোবহা,পয়স্বিনী।
পর্বত ঃপাহাড়,অচল,গিরি,ভূধর,শৈল,অদ্রি, নগ,শৃঙ্গী,শিখরী,মহীধর,শৃংগধর,মহীধ্র,ভূভৃত।
পদ্ম ঃকুমুদ,পুষ্পকর,রাজীব,সরোজ,সরসিজ,কমল,নলিন,উতপল,শতদল,কুবলয়,তামরস,
অরবিন্দ,সরোরুহ, ইন্দীবর,কোকনদ,পুন্ডরীক।
পাখি ঃপক্ষী,বিহগ,শকুন্ত,দ্বীজ,খচর,খগ,খেচর।
পাপ ঃকলুষ,দুরিত,অধর্ম,কুকর্ম,।
পুণ্য ঃধর্ম,শ্রেয়,পবিত্র,সুকৃতি।
পুত্র ঃছেলে,তনয়,সুত,দুলাল,আত্মজ,সূনু,অঙ্গজ,নন্দন।
পিতা ঃআব্বা,বাবা,বাপ,পিতা,জনক,জনিতা,জনয়িতা,জন্মদাতা।
পুষ্প ঃফুল,কুসুম,প্রসূন,রঙ্গন।
পাথর ঃপাষাণ,শিলা,অশ্ম,উপল,মণি।
বন ঃঅরণ্য,জঙ্গল,কানন,বিপিন,কুঞ্জ,কান্তার,অটবী,উপবন,বনানী,গহন।
বিদ্যুৎ ঃবিজলি,তড়িত,ক্ষণপ্রভা,সৌদামিনী,চপলা,চঞ্চলা,দামিনী,শম্পা,অচিরপ্রভা।
বায়ু ঃবাতাস,বাত,অনিল,পবন,হাওয়া,সমীরণ,সমীর,মরুত,প্রভঞ্জন,গন্ধবহ,গন্ধবাহ।
বৃক্ষ ঃপাদপ,গাছ,তরু,বিটপী,দ্রুম,মহীরুহ,শাখী,শিখরী,পর্ণী।
বন্ধু ঃমিত্র,বান্ধব,সখা,সুহৃত,হিতৈষী,স্বজন,প্রিয়জন,প্রণয়ী।
বস্ত্র ঃকাপড়,বসন,বাস,অম্বর,পোশাক,পরিচ্ছদ,বেশ,পরিধেয়,আচ্ছাদন।
ভ্রমর ঃমধুলিট,মধুলিহ,মধুলেহ,মধুলেহী,মধুপ,মধুকর,অলি,ষটপদ,ভৃঙগ,শিলীমুখ,দ্বিরেফ,
মধুব্রত,ভোমরা,মৌমাছি,মধুভৃত,মধুমক্ষিকা।
ভার্যা ঃস্ত্রী,পত্নী,সহধমিণী,অর্ধাঙিগনী,দার,কলত্র,বনিতা,বধূ,বউ,জায়া,গৃহিণী,গিন্নী,দারা।
মাতা ঃআম্মা,জননী,প্রসূতি,মা,গর্ভধারিণী,জন্মদাত্রী,অম্বা,জনয়িত্রী,জনিকা,জনিত্রী।
মাটি ঃমৃত্তিকা,মৃৎ ,ভূতল,
ময়ূর ঃকেকী,শিখী,শিখণ্ডী,কলাপী,বর্হী।
মেঘ ঃবারিদ,জলদ,জলধর,তোয়দ,পয়োধর,নীরদ,তোয়ধর,বলাহক,জীমূত,ঘন।
মুকুল ঃকলি,কলিকা,কুড়ি,কোরক।
মৃত্যু ঃমরণ,নাশ,বিনাশ,নিধন,অন্ত,ইন্তেকাল,নিপাত,পরলোকগমন,দেহত্যাগ,মহাযাত্রা,
প্রাণত্যাগ,দেহক্ষয়,দেহপাত,দেহরক্ষা,মহাপ্রস্থান,মহানিদ্রা,স্বর্গারোহণ।
যুদধ ঃসমর,আহব,রণ,সংগ্রাম,লড়াই,বিগ্রহ,দ্বন্দ্ব।
রাজা ঃনরপাল,নৃপতি,নরেশ,ভূপ,ভূপতি,নরপতি,মহীন্দ্র,মহীপ,মহীপতি,নরেন্দ্র,মহীশ,
ক্ষিতীশ,শাসক।
রাত্রি ঃনিশি,নিশা,রাত,রজনী,যামিনী,শর্বরী,বিভাবরী,নিশীথিনী,ক্ষণদা,ত্রিযামা।
রব ঃধ্বনি,শব্দ,আওয়াজ,গুজব,নাদ,স্বন,নিনাদ,আরাব,আরব।
শত্রু ঃঅরি,বৈরী,রিপু,অরাতি,প্রতিপক্ষ,বিপক্ষ,দুশমন,বিদ্বেষী।
সাদা ঃশুভ্র,শ্বেত,শুক্ল,ধবল,নির্মল,শুচি,সিত,বিশদ,অরঞ্জিত,সহজ,সরল।
সর্প ঃঅহি,উরগ,ভুজগ,নাগ,ফণী,ফণাধর,আশীবিষ,বিষধর,সাপ,পন্নগ,বায়ুভুক,ফণধর।
সমুদ্র ঃসাগর,সিন্ধু,বারিধি,জলধি,অর্ণব,পারাবার,রত্নাকর,জলনিধি,নীলাম্বু,অম্বুধি,পয়োধি,
পাথার,বারীশ,উদধি,পয়োনিধি,জলধর,অম্বনিধি,তোয়ধি,তোয়নিধি,বারিনিধি,
বারীন্দ্র।
স্বর্ণ ঃসোনা,কনক,হিরণ্য,সুবর্ণ,হেম,হিরণ,কাঞ্চন।
স্বর্গ ঃসুরলোক,দেবলোক,দ্যু,দ্যুলোক,ত্রিদিব,ত্রিদশালয়,দেবাবাস,বেহেশত,অমরাবতী,
সুরপুর,সুরপুরী,জান্নাত,ইন্দ্রালয়,দেবভূমি,দিব্যলোক,দেবপরী।
সমূহ ঃগণ,নিচয়,চয়,বৃন্দ,সমুদয়,বর্গ,মালা,রাজি,সকল,পটল,পুঞ্জ,নিকর,রাশি,সমস্ত,দল,
শ্রেণি,পাল।
সিংহ ঃকেশরী,মৃগরাজ,মৃগেন্দ্র,পশুরাজ,হরি,হর্ষক্ষ।
সংযম ঃনিয়ম,নিয়ন্ত্রণ,নিগ্রহ,দমন,নিয়মন,রোধ,নিরোধ,ব্রত।
সূর্য ঃদিবাকর,প্রভাকর,ভাস্কর,রবি,তপন,সবিতা,দিনেশ,দিনমণি,দিননাথ,কিরণমালা,
অংশুমালী,ভানু,অর্ক, আদিত্য,মার্তণ্ড,অরুণ,মিহির,অর্ষমা,পুষা,বিভাবসু,বিবস্বান,
সূর,মিত্র,দিনপতি,ময়ূখমালী,বিভাকর,বালার্,দিবাবসু,দিনকর,হরিদশ্ব।
সুন্দর ঃমনোরম,মনোহর,শোভন,সুশোভন,সুদৃশ্য,চারু,রমণীয়,রম্য,শোভাযুক্ত,কমনীয়,
কান্তিমান,কান্তিমতী,লাবণ্যময়,কান্তিযুক্ত,সৌন্দর্যশালী,সুদর্শন,ললিত,সুদর্শ,সুকান্ত,সুচারু,
নয়নরঞ্জন,শোভাময়,সুরম্য।
হস্তী ঃহাতি,করী,গজ,নাগ,দন্তী,দ্বিপ,বারণ,মাতঙ্গ,কুঞ্জর,দ্বিরদ।
হস্ত ঃহাত,কর,বাহু,ভুজ,পাণি।
নতুন কোন পোস্ট নাই কেন?
ReplyDeleteএকটু ব্যস্ত আছি।
ReplyDeleteআলোর সমার্থক শব্দ টা কি
ReplyDeleteখুব সুন্দর একটি ব্লগ সাইট। এই ধরনের শিক্ষামূলক আর্টিকেল, মোটিভেশনাল উক্তি, এবং রহস্য গল্প পড়তে ভিজিট করুন অনুপ্রেরণা ডটকম ।
ReplyDelete