Parts of Speech কাকে বলে ? কত প্রকার ?
Parts of Speech
Sentence এ ব্যবহৃত প্রতিটি শব্দ বা word কে parts of speech বলে ।
1. Noun ( বিশেষ্য ) 5. Adverb ( ক্রিয়া বিশেষণ )
1. Noun ( বিশেষ্য ) : যে word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে noun বলে ।
2. Pronoun ( সর্বনাম ) :Noun এর পরিবর্তে যে সকল word/শব্দ ব্যবহৃত হয় তাকে pronoun বলে । pro শব্দের অর্থ পরিবর্তন বা
এর সমতুল্য । সুতরাং pronoun শব্দের অর্থ হলো noun এর পরিবর্তে বা noun এর সমান ।
Example in English:He She,It,I,We,They.
3. Adjective ( বিশেষণ ) : যে word দ্বারা noun বা Pronoun এর দোষ ,গুণ, অবস্থা,সংখ্যা, পরিমাণ, ইত্যাদি প্রকাশ পায় ,তাকে Adjective বা বিশেষণ বলে ।
Example in English: Play , Eat ,Go ,Come ,Do ,
Example in English : Slowly, very , quickly ,nicely ।
8. Interjection : যে word মনে আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে , তাকে Interjection বলে ।
Sentence এ ব্যবহৃত প্রতিটি শব্দ বা word কে parts of speech বলে ।
- parts of speech কে আট ভাগে ভাগ করা যায় ।
1. Noun ( বিশেষ্য ) 5. Adverb ( ক্রিয়া বিশেষণ )
2. Pronoun ( সর্বনাম ) 6. Preposition (পদান্বয়ী অব্যয় )
3. Adjective ( বিশেষণ ) 7.Conjunction (সংযোজক অব্যয় ) 4.Verb ( ক্রিয়া ) 8. Interjection (অন্তর্ভাবমূলক অব্যয় )
1. Noun ( বিশেষ্য ) : যে word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে noun বলে ।
- A noun is a naming word.
Example in English : Rozina ,Student,City,Gold ,Honesty,Policy,Metal,Dhaka,Bangladesh,Rabindra nath Tagore ,Gitanjali ,etc.
Example in Bengali : কাশেম ,ছাত্রছাত্রী,শিক্ষক,সততা,সোনা,পলিচি,ধাতু,শহর,ঢাকা ,বাংলাদেশ ইত্যাদি ,যেসব শব্দ দ্বারা নাম বুঝাবে সেগুলো সবই noun বা বিশেষ্য ।
2. Pronoun ( সর্বনাম ) :Noun এর পরিবর্তে যে সকল word/শব্দ ব্যবহৃত হয় তাকে pronoun বলে । pro শব্দের অর্থ পরিবর্তন বা
এর সমতুল্য । সুতরাং pronoun শব্দের অর্থ হলো noun এর পরিবর্তে বা noun এর সমান ।
- A pronoun is a substitute word of a noun.
Example in English:He She,It,I,We,They.
Example in Bengali : সে ,আমি ,আমরা, তারা ,ইহা.
3. Adjective ( বিশেষণ ) : যে word দ্বারা noun বা Pronoun এর দোষ ,গুণ, অবস্থা,সংখ্যা, পরিমাণ, ইত্যাদি প্রকাশ পায় ,তাকে Adjective বা বিশেষণ বলে ।
- An adjective is a modifying word of a noun or noun equivalent word .
Example in English : Good, Many ,Tall ,Red ,
উদাহরণ : ভালো ,কালো ,অনেক ,প্রচুর ,লম্বা , ছোট , লাল ,হলুদ ইত্যাদি ।
4.Verb ( ক্রিয়া ) : যে word দ্বারা কোনো কিছু করা বুঝায় , তাকে Verb বলে ।
- A verb is a doing word .
Example in English: Play , Eat ,Go ,Come ,Do ,
উদাহরণ : খেলা করা, যাওয়া , আসা , খাওয়া ,করা ,
5. Adverb ( ক্রিয়া বিশেষণ ) : যে word দ্বারা noun বা pronoun ব্যতীত Verb , Adjective অথবা অন্য কোনো Adverb এমনকি কোনো Sentence অথবা যে-কোনো Parts of Speech কে নির্দেশ করে ,তাকে Adverb বলে ।
- An adverb is a word that adds more information about place ,time , manner cause or degree to a verb ,an adjective , a phrase or another Adverb .
Example in English : Slowly, very , quickly ,nicely ।
Example in Bengali : ধীরে ধীরে ,তারাতারি , সুন্দরভাবে ,বাজেভাবে ।
6. Preposition (পদান্বয়ী অব্যয় ): যে word কোনো noun বা pronoun এর পূর্বে বসে সে noun বা pronoun এর সঙ্গে Sentence -এর অন্তর্গত অপর কোনো word এর সম্পর্ক প্রকাশ করে ,তাকে Preposition বলে ।
- A preposition is a relation making word .
Example : With , to ,for , by , off , in ,at ,Who ,whom ,what ,which ,whose ,either ,neither ,each ,every, so, much , those , none ,each other ,one another ,such ,this ,that ,these etc.
7.Conjunction (সংযোজক অব্যয় ) : যে word দুই বা ততোধিক word phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে , তাকে Conjunction বলে ।
- A conjunction is a joining word of two word ,phrases , clauses and also sentence .
- Example : And ,But , Or etc .
8. Interjection : যে word মনে আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে , তাকে Interjection বলে ।
খুব ভালো হয়েছে।
ReplyDeleteধন্যবাদ
DeleteMany Many Thanks
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ।
ReplyDeleteMany thanks
ReplyDeleteThanks too
Deletethanks for this
ReplyDeleteThanks dear
DeleteThanks
ReplyDeleteWelcome dear
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank For This
DeleteOk dear
DeleteIts very useful. Thanks a lot
ReplyDelete